You are viewing a single comment's thread from:
RE: অনিচ্ছাকৃত ভুল ।। আরেকটা শিক্ষা নিলাম
এটা আবার কেমন বন্ধু রে ভাই, যে সিরিয়াস ব্যাপার নিয়ে ফাজলামো করে। যেখানে বলছেন যে এটা আপনার প্রফেশন বা কপিরাইট কোন জিনিস এখানে দেওয়া যায় না। সেখানে এটা বুঝে শুনেও শিক্ষিত লোক কেন যে এরকম ফাজলামো করে আমার মাথায় আসেনা। আমরা সকলেই খুব ভালো করে জানি আপনি কত ভালো মানের একজন কনটেন্ট ক্রিয়েটর। সুতরাং সেই দিক থেকে আপনার প্রতি কোন রকম শ্রদ্ধার কমতি থাকবে না। আর এটা যে আপনার অনিচ্ছাকৃত ভুল ছিল সেটা তো পোস্ট পড়েই বুঝতে পারলাম। পরবর্তীতে একটু দেখে নেবেন, কারণ বর্তমান যে যুগ পড়েছে তাতে মানুষকে বিশ্বাস করা বড় কষ্টের ব্যাপার।
আসলে ভাই ওনারও দোষ নেই , উনি এতোটা জানতেন না যে এখানে নিয়ম কানুন এত কঠোর ভাবে মেনে চলা হয়। আমরা তো সব সময় মজা করি। অনেক টা সেদিক থেকে না বুঝেই ব্যাপারটা হয়ে গেছে। তবে আমার জন্য পুরো ব্যাপারটা শিক্ষা মূলক ছিল বেশ। আমিও পজিটিভ ভাবেই সবটা নিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছি এখন।