**সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া**

in #missword7 years ago

'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার পর ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে জেসিয়া ইসলামের প্রেমের গুঞ্জন শোনা যায়। বিষয়টি নিয়ে জানতে চাইলে বরাবরই এড়িয়ে গেছেন তাঁরা দুজন। তখন বলেছেন, তাঁরা শুধুই ‘বন্ধু’। গত কয়েক মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের কার্যক্রম দেখে সন্দেহ বাড়তে থাকে। অনেকে বলেন, জেসিয়া ও সালমান প্রেম করছেন ঠিকই কিন্তু স্বীকার করছেন না। অবশেষে আজ শুক্রবার দুপুরে প্রথম আলোর কাছে নিজেদের প্রেমের কথা স্বীকার করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। জানালেন, তাঁরা বিয়ে করার পরিকল্পনা করছেন।Screenshot_2018-05-18-23-14-59.png

দুই দিন আগে ছিল জেসিয়া ইসলামের জন্মদিন। এর ঠিক এক দিন পর জেসিয়া তাঁর ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছেন। এই ভিডিওতে তাঁদের দুজনের অনেক খুনসুটির ব্যাপার দেখা যায়। তা দেখে অনেকেই বলেন, জেসিয়া আর সালমান শুধু বন্ধু নন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। যাঁরা এত দিন ধোঁয়াশার মধ্যে ছিলেন, তাঁরা এখন নিশ্চিত হবেন বন্ধুত্ব থেকে তাঁদের সম্পর্ক প্রেম ও ভালোবাসায় রূপ নিয়েছে।

ফেসবুকে আপলোড করা ভিডিও প্রসঙ্গে জেসিয়া বললেন, ‘অনেক কিউট, তাই না! আমাদের কিছু চমৎকার মুহূর্তের ভিডিও। এই ভিডিও দেখে অনেকের বুঝতে বাকি থাকবে না, আমরা প্রেম করছি। তা ছাড়া এটা নিজে থেকে জানানোর কিছু নেই।’

গত বছর সেপ্টেম্বরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি মিলনায়তনে বেশ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। শুরুতে এই আয়োজনে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা হয় জান্নাতুল নাঈম এভ্রিলের নাম। প্রশ্ন ওঠে, বিচারক নয়, আয়োজকের পছন্দে এভ্রিলের নাম ঘোষণা করা হয়। পরে যাচাই-বাছাই শেষে চ্যাম্পিয়ন হন জেসিয়া ইসলাম। এরপর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন জেসিয়া। প্রতিযোগিতা চলাকালীন সালমান মুক্তাদির ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়াকে নিয়ে ভিডিও বার্তা দেন। এই ভিডিও বার্তার পরই দুজনের প্রেম নিয়ে কানাঘুষা শুরু হয়। জেসিয়া তখন বলেন, ‘এসব সত্য নয়। সত্যিটা হলো সালমান আমার ভালো বন্ধু।’

আর ওই সময় সালমান বলেছিলেন, কিছু মানুষ তাঁর পেছনে লেগেছে। এতে ঢাল হিসেবে ব্যবহার করছে জেসিয়াকে। এটা মোটেও ভালো বিষয় নয়। জেসিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। সে তাঁর ভালো বন্ধুও বটে।

সালমানের সঙ্গে কবে থেকে প্রেম হলো? জেসিয়া বলেন, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আগে থেকে। আমরা কিন্তু নানা কর্মকাণ্ডের এর প্রমাণও দিয়েছি। আমার এখন পড়াশোনা নিয়েই সব ভাবনা। সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। পড়াশোনা শেষ হলে কিংবা তার আগেও বিয়ে করতে ফেলতে পারি।’

এদিকে জেসিয়া জানান, এবার ঈদের জন্য টেলিছবির কাজ করবেন। শুটিং শিগগিরই শুরু হবে।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে মডেলিং করেন জেসিয়া। একটি ফ্যাশন হাউসের স্থিরচিত্রের মডেল হন। সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখান জেসিয়া।

Sort:  

More Than you Can Think

Get 20 upvotes and 10 followers only for join the site.
The 20 upvotes worth 1SBD so why wait get it quickly before the campaign over.
CLICK HERE TO JOIN

There is a lot of discussion on this issue. But I think it's their personal matter.

Thanks for advice

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.040
BTC 93879.96
ETH 3390.45
USDT 1.00
SBD 3.34