মিস ওয়ার্ল্ড-২০১৭-এ চতুর্থ বাংলাদেশ

in #mis7 years ago

বিনোদন ডেস্ক, সময়ের কণ্ঠস্বর: মিস ওয়ার্ল্ড-২০১৭ বাংলাদেশের জন্য একটু বেশিই গুরুত্ববহন করছে। কারণ প্রথম বারের মতো এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশের মেয়ে জেসিয়া ইসলাম। কিন্তু আপনি জানেন কী প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড-২০১৭-এ অংশ নিয়েই বাঝিমাত করেছে বাংলাদেশ।প্রতিযোগিতা শুরু না হতেই ৪র্থ স্থান অধিকার করে নিয়েছে বাংলাদেশ! বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও খবরটি কিন্তু কিছুটা সত্য। কারণ সম্প্রতি এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে অনলাইনেও জনসাধারণের কাছে থেকে ভোট নেওয়া হচ্ছে যে, সাধারণ জনগণের মতে কোন দেশ থেকে মিস ওয়ার্ল্ড-২০১৭ হওয়া উচিত?

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 95470.30
ETH 3313.37
USDT 1.00
SBD 3.15