ছবি ও স্মৃতি - পর্ব: ০১
একটা ছবি অনেক কথা বলে তাই না। এই ছবিটা এসবই আমার অনেক কাছের লোক আপনজন। গত বছর নভেম্বরের শুরুতে আমরা সবাই মিলে কক্সবাজার গিয়েছিলাম। তখন তোলা এই ছবিটা।অনেকদিন পর এই ছবিটা দেখে বেশ ইমোশনাল হয়ে গেলাম।
খুব ভালো লাগছিল দেখে মনে হচ্ছিল আবার যদি এই দিনটা ফিরে পাওয়া যেত। তো যাওয়ার শুরু থেকেই শুরু করা যাক। অক্টোবর মাসের শুরুতেই আমরা দুইজন যেতে চেয়েছিলাম কক্সবাজার। কিন্তু তার জন্য এমন মানুষ যে আমরা একা একা ঘুরার থেকে নিয়ে ঘুরতে বেশি পছন্দ করি। তো এই জন্যই আমার বড় বোন মেজো বোন আর আমার বড় চাচার বড় ছেলে মেয়ে সবাইকে বললাম যে চলেন সবাই মিলে ঘুরতে যাই। বলার সঙ্গে সঙ্গে সবাই তো যেতে রাজি। তোমরা সবাই খুব এক্সাইটেড সবাই একসাথে যাব থাকবো ঘুরবো ফিরব খাব।
তো এরমধ্যে প্ল্যান করতে করতে সেটা সময় চলে আসলো। যাওয়ার দুদিন আগেই আমার বড় চাচার বড় ছেলে আর আমার মেজো বোন চলে আসলো আমার বাড়িতে। আমি আমার যতটুকু সাধ্য হয়েছে আমি রান্না করেছি খাইয়েছি। পরের দিন আবার বড় বোনের বাড়িতে দাওয়াত ছিল সবাই মিলে বড় বোনের বাড়িতে গেলাম। সবাই মিলে একসাথে থাকছি খাচ্ছে ডাকছে খুবই ভালো লাগছিল। এত রাতে আমাদের বাস যার কারণে আগে থেকে আমরা সবলাগে রেডি করে রেখেছি। আর চাচার বড় মেয়ে সেও আমাদের সাথে যাবে সে আমাদেরকে বাসস্ট্যান্ডে গিয়ে জয়েন করবে।
তো আমাদের বাস ছিল রাত ৯ টাই বের হয়ে গেলাম। তো আমরা গিয়ে দেখলাম সেখানে আমার ওই কাজিন চলে এসেছে সবার সাথে একসাথে দেখা হয় এত ভালো লাগছে।