কলেজ মাঠের বিকেলগুলি - পর্ব: ০২ (স্মৃতি গল্প - ০১)
"কলেজ মাঠের বিকেলগুলি - পর্ব: ০২"
গত পর্বের পর...
একটা বল কিনলাম, আর তিনটা স্ট্যাম্প ও একটা ভাঙ্গা ব্যাট দিয়ে খেলা শুরু করলাম। আস্তে আস্তে দুইজন তিনজন করে লোক সংখ্যা বাড়তে লাগলো। আমাদের আরো কয়েকজন বন্ধু যেমন রিয়াদ, বখতিয়ার, সাব্বির, সুজন এরা এসে যোগ দিল আমাদের সাথে। প্রতিটা বিকেল যেন হয়ে এক অপেক্ষার ক্ষন। সারাদিন যেন অপেক্ষা করতাম কখন বিকেল হবে আর কলেজ মাঠে গিয়ে শুরু করব আমাদের শর্ট বাউন্ডারির ক্রিকেট।
এভাবে প্রতিদিন নিয়মিত বিকেলে খেলতে লাগলাম। প্রতিদিন ১০ থেকে ১৫ জন একসাথে হয়ে খেলতাম। আসরের নামাজের পর শুরু করতাম একটানা মাগরিবের নামাজ পর্যন্ত। একদিন আসরের নামাজের পর খেয়াল করলাম আকাশ অনেক মেঘলা। খেলা শুরু করলাম। হঠাৎ ছালার মাঝে শুরু হল এক বিরাট ঝুম বৃষ্টি।
সবাই স্ট্যাম্প বল ব্যাট নিয়ে কলেজের ছাউনিতে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই গল্প আর আড্ডা দিচ্ছি। আত্মার এক পর্যায়ে হঠাৎ একজন বলে উঠলো, "আচ্ছা চল একদিন পিকনিক করি সবাই"। সবাই যেন আমরা খুশি হয়ে উঠলাম। "হ্যাঁ, অবশ্যই করা যায়"।
ইমন বলল, "তাহলে কবে কি দিন তারিখ ঠিক করি চল"।
চলবে...