মেডিকেল Definition

in #medical7 years ago

মেডিকেল সাইন্সে সবচেয়ে বিদঘুটে জিনিস হলো #ডেফিনেশান, একগাদা ডেফিনেশান সেই ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত তোমাকে গিলে গিলে খাওয়ানো হবে, যার কোনোটাই কাজে আসবেনা, ডেফিনেশান দিয়ে ডাক্তারি হবেনা, কিন্তু পাশ ফেল নির্ধারিত হবে,,,,,
.

একটা ডেফিনেশান না পারার অপরাধে একটা ছেলের স্বপ্ন কে খুন করা হবে, পরীক্ষায় ফেল করিয়ে ছয় মাস পর আসতে বলা হবে, কি অদ্ভুত নিয়ম।

.
আমার এক বন্ধু একবার পরীক্ষার সময় অন্য বই থেকে একটা ডেফিনেশান বলেছিলো,, স্যার তার উপর ক্ষেপে গিয়ে তুই তোকারি বলেছিলো, তুই এটা নিজে নিজে বানাইছোস?????? ফিজিওলজি প্রফের সময় স্যার আমাকে #গ্রোথ হরমোনের ফাংশন ধরেছিলো, আমি প্রথমে স্পিসিফিক ফাংশন বলেছিলাম, স্যার ক্ষেপে গেলো আমার উপর, বাবু ক্লাসে কি লেখাইছি???? যেমনে লেখাইছি এমনে বলো, মেজাজটা কেন খারাপ করো???? তারপর আমি ঠিক করে বলেছিলাম,

এক প্রেগনেন্সির ডেফিনেশান Forensic এ যেটা বলা হবে সেটা গাইনী স্যার ম্যাডাম রা মানবে না, ulcer এর ডেফিনেশান প্যাথলজি তে যেমন বলা হবে, সার্জারীর টিচার সেটা শুনে ওয়ার্ডে মুখ ভেংচি কাটবে।
.
শিক্ষকভেদে ডেফিনেশান বদলে যায়, অমুক টিচারের কাছে এটা বললে হবে না অন্যটা বলতে হবে। একটা ডেফিনেশান বার বার বিভিন্ন ভাবে পড়তে হয়, কাজের কাজ কিছু হয় না, পরীক্ষা শেষ হয়ে গেলে ডেফিনেশান ও মাথা থেকে বের হয়ে যায়। তারপরও এটা কিভাবে পাশের মূলমন্ত্র হয়, আমি বুঝি না।
images (3).jpeg

.
তারপর ও কিছু শিক্ষক আছে, যারা ডেফিনেশান চায় না, বুঝিয়ে দিতে পারলেই খুশি হয়ে যায়, এমন শিক্ষক বিরল, সবাই মুখস্ত চায়, তুমি কোথাও না আটকে তোতা পাখির মত বলে যেতে পারলেই পাশ।
.
আমার এক পরিচিত ভাই আছে, যাকে Public health এর ডেফিনেশান ধরে পরপর দু বার প্রফে ফেল করানো হয়েছে, সেও একদিন এই ডেফিনেশানের খেলায় মেতে উঠে কাউকে না কাউকে ফেল করাবে,,, চেয়ারের এ পাশ আর ওপাশে বিস্তর তফাৎ। ঠিক চেয়ারের ওপাশে বসলে আমি ও একজন প্রফেসার কে ফেল করানোর ক্ষমতা থাকে। এটাই মেডিকেল সাইন্স। :)

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.21
JST 0.036
BTC 97319.92
ETH 3332.05
USDT 1.00
SBD 3.33