৭ মার্চ রেকর্ড গড়তে চান সাঈদ খোকন

in #mars7 years ago

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘আগামী ৭ মার্চ স্মরণকালের সর্ববৃহৎ জমায়েতের মধ্য দিয়ে রেকর্ড গড়তে চাই।’ এজন্য ঢাকা ও আশপাশের সর্বস্তরের মানুষের পাশাপাশি শ্রমিকদের অংশ গ্রহণের আহ্বান করেন তিনি।
রোববার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিনি অডিটরিয়ামে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত ৭ মার্চের জনসভা সফল করার লক্ষ্যে মালিক শ্রমিক যৌথসভায় এ কথা বলেন মেয়র।
মেয়র বলেন, আগামী জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় লাভ করে চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করবে।
তিনি বলেন, ‘চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে ৭ মার্চ জনসভায় নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই বক্তব্য পাড়া মহল্লার সব মানুষের নিকট আপনারা পৌঁছে দেবেন। জনগণকে সংগঠিত করবেন। জনগণকে সঙ্গে নিয়েই ভবিষ্যতে আমরা সরকার গঠন করব। এতে দেশ অর্থনৈতিক মুক্তির বাস্তব রূপ লাভ করবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হবে।’
ঢাকা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জ্যেষ্ঠ সহসভাপতি ও ডিএসসিসি ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নফী প্রমুখ বক্তব্য দেন।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.038
BTC 93453.67
ETH 3380.39
USDT 1.00
SBD 2.21