আমের মুকুলের ফটোগ্রাফি ও ভিডিও ❤️

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়। আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো আমের ভিডিওগ্রাফি । আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20250301_231232.jpg

আমের মুকুল এই সময়ে প্রতি গাছে গাছে ছেয়ে যায় তবে কেন জানি এবার আমের গাছে গাছে আমাদের এলাকায় মুকুল নেই বল্লেই চলে।আমের মুকুলে মুকুলে গাছ ছেয়ে যায় অন্যন্য বার।এই আমের মুকুল দেখতে যেমন সুন্দর তেমনি দরকারী। দরকারী কারণ এই আমের মুকুল না হলে তো আম পাওয়া সম্ভব নয়।আমের মুকুল থেকে গুটি গুটি আম হবে আস্তে আস্তে সেই আম বড়ো হবে এবং কাঁচা থেকে পেকে যাবে এবং আমরা পছন্দের আম মজা করে খেতে পারবো।আমার দিদু বলতেন আমে ধান কাঠালে তুফান ও তেঁতুলে বান।

IMG_20250301_231244.jpg

আমে ধান মানে যে বছর আম বেশি হয় গাছে গাছে সে বছর বা কি ধানের বাম্পার ফলন হয় এবং কৃষকের মুখে হাঁসি ফোটে।অনেক ধান হয়ে থাকে।
কাৃঠালে তুফান মানে যেবার নাকি কাঁঠাল বেশি ফলন হয় সে বার তুফান বেশি হয়।তুফান মানে ঝড় বৃষ্টি।তেতুলে বান বান মানে বন্যা।গ্রামীণ ভাষায় বন্যাকে বান বলা হয়ে থাকে।তেঁতুল বেশি হলে বন্যা বেশি হয়। যদিও আমরা এসব কুসংস্কার বলে থাকি তবে আগের দিনের মানুষ এসবে বলে বিশ্বাস করতো।

এবার আমের মুকুল আমাদের এলাকায় একদমই কম।একটি বাড়িতে বা বাগনে যদি দশটি গাছ থেকে থাকে তাহলে সেই দশটির মধ্যে সাতটি গাছেই মুকুল আসেনি এবং বাকি তিনটি গাছের মধ্যে একটিতে একদমই কম মুকুল এসেছে।

আমি আমার বাবার আাড়িতে এসেছি আর আমার বাবার বাড়িতে দেশি বিদেশি অনেক গাছ রয়েছে আমের।প্রতি বছর আমের বাম্পার ফলন হলেও এবং নেই বল্লেই চলে।বিশাল বলে বিশাল সব দেশি আমের গাছ কিন্তুু মুকুল একদমই নেই।

তবে একটি উঠানে গাছ রয়েছে সেটিতে এতো পরিমাণ আমের মুকুল এসেছে যে কারো চোখ আটকে যাবে।একদমই ফুল কপির মতো গাছ ভর্তি হয়ে মুকুল ফুটেছে।আমের মুকুলের গন্ধে বাড়ি মম করছে। আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং ফটোগ্রাফি ও ভিডি শেয়ার করলাম। তো চলুন দেখা যাক ভিডিওগ্রাফি কেমন।
আমের মুকুলের চমৎকার সুন্দর ভিডিও টি দেখতে নিম্নের লিংকে ক্লিক করুন।

ভিডিও লিংক
এই ছিলো আমার আজকের সুন্দর আমের মুকুলের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীভিডিওগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250227_013620.png

IMG_20250227_013610.png

Sort:  
 last month 

PhotoCollage_1740851637529.jpg

 last month 

আপনাদের এলাকার মত আমাদের এলাকার একই অবস্থা। এবারে আমের মুকুল একদমই কম এসেছে। আমাদের একটা গাছে প্রত্যেক বছর প্রচুর আম আসতো এবার মুকুল নেই বললেই চলে। আমি মুকুল দেখলেই মনে হয় এইতো আর কদিন পরেই আম খাবো।আসলে আমরা আর কয়দিন পরে আম খেতে পারবো।দশটি গাছের মধ্যে সাতটি গাছে আমের মুকুল আসেনি ব্যাপারটা খুবই দুঃখজনক। আপনি যেই আমের গাছের ভিডিও গ্রাফিটি ধারণ করেছেন সেখানে তো ভালই মুকুল এসেছে দেখছি। এরকম মুকুল করতে গেছে আসলে প্রচুর আমের ফলন হতো।

 29 days ago 

সারাদেশেই মনে হয় একই দয়া এবার আমের ফলন কম হবে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 29 days ago 

আপনার ভিডিওগ্রাফিতে ধারণ করা আমের মুকুলের যে গাছটি দেখা যাচ্ছে এটি কপিল বাংড়ি আম গাছ। কপিল বাংড়ি আম গাছে মূলত এরকম থোকা থোকা মুকুল হয়েই থাকে। আপনার বাবার বাসায় উঠোনে হওয়া আম গাছের মুকুলের ভিডিওগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার লাগলো আপনার আমের মুকুলের ভিডিওগ্রাফিটি। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 28 days ago 

আম গাছের নামটি জানতাম না আপনার মাধ্যমে জানতে পেলাম।ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 29 days ago 

বাহ রাতে আমের মুকুল গুলো দেখতে দারুন লাগছে তো। আমাদের এলাকাতেও এমনকি আমাদের বাড়ির উঠানে বড় এটা আম গাছ রয়েছে। আর এবার সে আম গাছে এরকম অনেক মুকুল এসেছে। রাতে কখনো এভাবে আমি মুকুল দেখা হয়নি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 28 days ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 29 days ago 

প্রকৃতির খেয়াল সত্যিই রহস্যময়।এবার আপনার এলাকায় আমের মুকুল কম হলেও সেই এক গাছের অপরূপ মুকুলে ভরা রূপ যেন প্রকৃতির এক বিশেষ আশীর্বাদ। ফুলকপির মতো গাছজোড়া মুকুলের এমন দৃশ্য নিশ্চয়ই চোখ জুড়িয়ে যাওয়ার মতো! আমের মুকুলের সুবাস আর আপনার সুন্দর ভিডিওগ্রাফি, দুটোই দারুণ উপভোগ্য হলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 28 days ago 

ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 28 days ago 

আমি আমার বাবার আাড়িতে এসেছি আর আমার বাবার বাড়িতে দেশি বিদেশি অনেক গাছ রয়েছে আমের।

(দিদি বাড়ি বানানটি ভুল রয়েছে)
যাইহোক আপনার বাবার বাড়িতে অনেক আম গাছ আছে দেখছি।আসলে অনেক সময় আমের মুকুল দেরিতে আসে।আর আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ আমার কাছেও ভালো লাগে।ফটোগ্রাফি ও আপনার করা ভিডিওটি সুন্দর হয়েছে।ধন্যবাদ দিদি।

 28 days ago 

ভুল ধরিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 28 days ago 

😊💝

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 81976.95
ETH 1814.47
USDT 1.00
SBD 0.73