You are viewing a single comment's thread from:
RE: আমের মুকুলের ফটোগ্রাফি ও ভিডিও ❤️
আপনাদের এলাকার মত আমাদের এলাকার একই অবস্থা। এবারে আমের মুকুল একদমই কম এসেছে। আমাদের একটা গাছে প্রত্যেক বছর প্রচুর আম আসতো এবার মুকুল নেই বললেই চলে। আমি মুকুল দেখলেই মনে হয় এইতো আর কদিন পরেই আম খাবো।আসলে আমরা আর কয়দিন পরে আম খেতে পারবো।দশটি গাছের মধ্যে সাতটি গাছে আমের মুকুল আসেনি ব্যাপারটা খুবই দুঃখজনক। আপনি যেই আমের গাছের ভিডিও গ্রাফিটি ধারণ করেছেন সেখানে তো ভালই মুকুল এসেছে দেখছি। এরকম মুকুল করতে গেছে আসলে প্রচুর আমের ফলন হতো।
সারাদেশেই মনে হয় একই দয়া এবার আমের ফলন কম হবে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।