বিশেষ দিন (জন্মদিন)
নমস্কার,
আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন।আমিও ভাল আছি ঈশ্বরের কৃপায়।
আসলে আজ আমি আমার জীবনের বিশেষ দিন মানে আমার জন্মদিন নিয়ে কিছু ভালো লাগার মুহুর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।
ডিসেম্বর ১৮, ১৯৯০ সালে আমি প্রথম পৃথিবীর আলো দেখি, এই দিনটাই ছিল আমার জন্মদিন। কতটা কষ্ট সহ্য করে আমার মা আমায় এ পৃথিবীতে এনেছে, তা একমাত্র উনিই জানেন, শুনেছি বাচ্চা প্রসব করার কষ্ট নাকি শরীরের হাড় ভাঙ্গার চেয়েও অনেক বেশি। ঈশ্বরকে বলি আমার মাকে যেনো সারা জীবন অনেক ভালো রাখে। পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছের মানুষটা হলো এই মা এবং সবচেয়ে মধুর ডাক "মা"।
আমার মা
লোকেশনঃ শেরপুর, বগুড়া
ডিভাইসঃ রেডমি নোট ৮ প্রো
এইবার জন্মদিন নিয়ে কিছু কথা বলা যাক, প্রতিবারের ন্যায় এবারও (১৮/১২/২০২২) আমার মা আমাকে জন্মদিনের প্রথম শুভেচ্ছা জানায়। ঠিক ঘড়ির কাঁটায় যখন ১২ টা বাজে, ঠিক তখনই ফোনে একটা কল আসে, ফোনের স্ক্রিনের দিকে না তাকিয়েই মনে মনে ভাবি যে নিশ্চয়ই এটা আমার মায়ের ফোন, যেই কথা সেই কাজ তাকিয়ে দেখি মা ফোন করেছেন। ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে মা বলে উঠলো শুভ জন্মদিন বাবা, সারা জীবন অনেক ভালো থাক সুখে থাক এই আশীর্বাদ করি। আমি হেসে মা কে জিজ্ঞেস করলাম যে মা এত রাত পর্যন্ত কেন জেগে আছো? মা উত্তরে বলল তোকে শুভেচ্ছা জানাবো তাই। আমি জোরে হেসে উঠলাম, সঙ্গে সঙ্গে মা বললো থাক এইবার ঘুমাই। এই হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। যে ভালবাসার মূল্য কখনোই কোন কিছু দিয়ে দেয়া সম্ভব না।
মুকুল ভাই, ভাবি এবং বন্ধু অশোক এর দেয়া জন্মদিনের কেক
লোকেশনঃ মিরপুর ১২
ডিভাইসঃ রেডমি নোট ৮ প্রো
হঠাৎ করে বাসার কলিংবেল বাজে ঠিক রাত বারোটায়। মুকুল ভাই ফোন দিয়ে বলছে দরজাটা খোলা রাখো, আমি বললাম ঠিক আছে ভাই দরজাটা খুলে রাখছি। ভাই এবং অশোক আগে এসে আমাকে উইশ করল তারপর দরজার ওপাশে দেখি ভাবি কেক হাতে দাঁড়িয়ে। তারপর কেকটা কাটলাম সবাই মিলে খেলাম। ধন্যবাদ জানাই মুকুল ভাই, ভাবি এবং অশোককে তারা আমার জন্মদিনের কথা মনে রাখার জন্য এবং আমাকে উইশ করার জন্য। ও বলাই হয়নি কেকটার উপর সুন্দর দুটি ফুল দিয়ে ভাবি সাজিয়েছিলেন।
আদরের ছোট ভাই জাহিদ এর দেয়া জন্মদিনের কেক
লোকেশনঃ মিরপুর ১২
ডিভাইসঃ রেডমি নোট ৮ প্রো
ঠিক সন্ধ্যায় যখন অফিস থেকে বাসার সামনে আসলাম ঠিক তখন কয়েকটা ছোট ভাই বোন উইশ করলো শুভ জন্মদিন ভাইয়া, আমি তো পুরাই অবাক হয়ে গেলাম যে ওরা মনে রেখেছে। ঠিক তখনই জাহিদ বলল ভাইয়া একটু অপেক্ষা করেন, আমার আর বুঝতে বাকি ছিল না যে জাহিদ কেন আমাকে দাড়াতে বলল। আমি ওকে বারন করলাম কোথাও যেও না আমি বাসায় চলে যাবো, কে শোনে কার কথা, দৌড়ে যেয়ে এই সুন্দর কেকটা নিয়ে হাজির। জাহিদ কে ধন্যবাদ দিয়ে আমি উপরে উঠে আসলাম।
আমার ভালবাসার মানুষের কাছ থেকে পাওয়া শুভেচ্ছা
লোকেশনঃ বাসা (মিরপুর ১২)
ডিভাইসঃ রেডমি নোট ৮ প্রো
বাসায় এসেও শান্তি পেলাম না। ঘরে ঢোকার আগেই আমার সহধর্মিনী স্ত্রী বলছে যে এই ঘরে ঢোকা যাবে না তুমি আগে ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে আসার পর তার আয়োজন দেখে আমি আরো অবাক হলাম। আমাকে বসিয়ে ধান দূর্বা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালো, তারপর দুজনে কেক কাটলাম খেলাম পাসে ভাই ভাবিদের দিলাম।
আসলে সকলের কাছে এমন ভালোবাসা পাওয়াটা অনেক সৌভাগ্যের, ভালো থাকার জন্য অনেক বড় কিছুর দরকার নেই, ছোট ছোট কিছুতেই অনেক ভালো থাকা যায়।
আমার ভালবাসার মানুষ (সহধর্মীনি)
লোকেশনঃ বাসা (মিরপুর ১২)
ডিভাইসঃ রেডমি নোট ৮ প্রো
তাকে নিয়ে আলাদা করে কিছু লেখার নাই। তবে ঈশ্বরের কৃপায় তার মতো সহধর্মিনী পেয়ে আমি অনেক সুখি। সকলে আমাদের জন্য আশীর্বাদ করবেন।
আজ এই পর্যন্তই থাক। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।
প্রথমে জানাই আপনার জন্ম দিনের শুভেচ্ছা ও অভিনন্দন ।মা তো মাই, পৃথিবীতে মার মতো আর কেউ আপন নয়। যাইহোক মুকুল ভাই, ভাবি সবাই মিলে জন্মদিনের কেক কাটল।তারপর বাসায় এসে ও আপনার স্ত্রী কেক কাটল। সবার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছেন জেনে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু, জানি না সবার জন্য কতটুকু করতে পারি তবে বড়রা সবাই আমাকে অনেক স্নেহ করে। সবাই আমাকে উইশ করেছে ঠিকই কিন্তু আমি কোন ট্রিট দেই নাই😁
দেরিতে হলেও জন্মদিনের শুভেচ্ছা দাদা।এত মানুষ আপনাকে সারপ্রাইজ দিয়েছে।ইনারা নিশ্চয় আপনাকে অনেক ভালবাসেন।এমন ভালবাসা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার৷ আপনার জন্মদিন অনেক ভাল কেটেছে দেখে ভাল লাগল।ঈশ্বর আপনার মঙ্গল করুন।ধন্যবাদ দাদা সুন্দর মুহুর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই,
হ্যা সকলেই অনেক ভালবাসে আমাকে, তাদের এই ভালবাসার জন্য আমি কৃতজ্ঞ। সকলে মিলে আমার এই জন্মদিন তা অনেকটা আলাদা করে তুলেছেন।
লেখা গুলো পড়ছিলাম আর অদ্ভূত একটা ভালো লাগা কাজ করছিল ভেতরে। কাছের মানুষদের থেকে এই ভালোবাসা পাওয়া টা আমার কাছে ভাগ্যের ব্যাপার মনে হয়। ঈশ্বর সব সময় আপনাকে ভালো রাখুক এই মানুষ গুলোকে সাথে নিয়ে, এই প্রার্থনাই করি 🙏।
আমার অবশ্য ট্রিট পাওয়া বাকি 😅, গিফট আর ট্রিট এক সাথেই নেব ভাবছি 😉।
হ্যা অবশ্যই ট্রিট তো দিবোই, আসার সময় অবশ্যই সঙ্গে করে গিফট টাও নিয়ে আসবি। আর যদি গিফট না নিয়ে আসিস তাহলেও দুইটাই পাবি এক হলো ট্রিট আর সংগে গিফট হিসেবে মাইর।🤪