লেখা গুলো পড়ছিলাম আর অদ্ভূত একটা ভালো লাগা কাজ করছিল ভেতরে। কাছের মানুষদের থেকে এই ভালোবাসা পাওয়া টা আমার কাছে ভাগ্যের ব্যাপার মনে হয়। ঈশ্বর সব সময় আপনাকে ভালো রাখুক এই মানুষ গুলোকে সাথে নিয়ে, এই প্রার্থনাই করি 🙏।
আমার অবশ্য ট্রিট পাওয়া বাকি 😅, গিফট আর ট্রিট এক সাথেই নেব ভাবছি 😉।
হ্যা অবশ্যই ট্রিট তো দিবোই, আসার সময় অবশ্যই সঙ্গে করে গিফট টাও নিয়ে আসবি। আর যদি গিফট না নিয়ে আসিস তাহলেও দুইটাই পাবি এক হলো ট্রিট আর সংগে গিফট হিসেবে মাইর।🤪