" মা"
লেখার জন্য পাঁচ সেকেন্ড সময় হবে???
আচ্ছা! পাঁচ মিনিট সময় ব্যয় করে " মা " লেখলাম এরকম কোন পোস্টে,এতে মায়ের কি উপকার হলো?
আবার অনেকে বলে তাদের পোস্টে মা না লিখলে নাকি মাকে ভালোবাসে না!
আহ্!
আশ্চর্য! এরকম পোস্টে " মা " কমেন্ট করলেই নাকি মায়ের প্রতি ভালোবাসা উতলে পড়ে!
আহা!
আমার মতে, যাদের মায়ের সাথে দিন- রাত দা-কুমড়া সম্পর্ক লেগেই থাকে,তারাই ও রকম পোস্ট করে বলে কমেন্টে " মা " না লিখলে মাকে ভালোবাসে না।
কমেন্টে না,মাকে ভালোবাসোন বাস্তবে।
কারণ,কমেন্টের ভালোবাসা গুলা মায়েরা পায় না।
এতে কোন মায়েরই কোন উপকার হয় না।
vote,comment plzz