যারা মাকে ভালোবেসে থাকেন তারাই শুধু আপভোট দিন এবং (মা)) লিখে কমেন্ট করুন

in #ma6 years ago (edited)

29513121_178892649414789_8870807856677388288_n.jpg
"মা"
পৃথিবীর বুকে আসার আগেই যাকে কষ্ট দিতে
থাকি। জন্মের পরেও তিনি কেবল সন্তানের
পালনে ব্যস্ত। কোনদিন মায়ের ঋণ কেও
শোধ করতে পারেনা।

মা তো তিনি, যিনি খেটে যান শুধু সন্তানের
মুখের দিকে তাকিয়ে নিজের সুখ বিসর্জন দিয়ে
দেন। বছরের পর বছর সন্তানকে গড়ে
তোলেন নিজের মত করে।
শখের জিনিষটা নিজে না খেয়ে সন্তানের মুখে
দিয়ে দেন। পৃথিবীর সব মমতার কাছে হার
মেনে যাবে মায়ের মমতা। প্রাণপণে যেই
সন্তানকে বাঁচিয়ে রাখতে নিজের স্বপ্নকে মাটির
সাথে মিশিয়ে দেন। মায়ের রক্ত মাংস চুষে আমরা
বড় হয়ে যাই । কিন্তু তারপর??
মা সন্তানের দিকে তাকিয়ে দেখে এই তো
ছেলেটা মানুষ হলেই হলো।
ছেলেটাকে নিয়ে কত স্বপ্ন দেখতো।
একদিন তাঁর পৃথিবীটা নতুন করে সাজাবে এই
ছেলে।
অথচ একদিন এই মা তাঁকে জগত দেখিয়েছে। মা
তো তিনি। যাকে জন্ম দেন তাঁকে বদদোয়া
করেন না। আমরা বদলে যাই মা বদলায় না। আর
কোন কোন ছেলে সেই খোলা আকাশের
চাঁদ হয়ে মায়ের পৃথিবীকে আলোকিত করে।
মা তখন বেঁচে থাকার স্বপ্ন দেখে। প্রতিটি মা
চায় তাঁর সন্তানেরা সৎপথে থাকুক। নিজেদের
স্বপ্ন ত্যাগ করে সন্তানকে গড়ে তোলেন
সমাজের অপরাধী বানানোর জন্য নয়। আমরা
ভুলে যাই মায়ের শিক্ষা।

পৃথিবীতে যার মা নাই সে বুঝতে পারে তাঁর
পৃথিবীটা কত নিষ্ঠুর। সে টের পায় জীবনটা
কেমন। পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক
আকাশের উপরে অথবা আকাশের নিছে।
যেখানেই থাকুক ভালো থাকুক।

Sort:  

অসাধারণ , আপনার পোস্ট পড়ে খুবই ভাল লাগলো । ধন্যবাদ , আশা করি সামনে আরও ভাল ভাল পোস্ট করবেন

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96488.86
ETH 2630.55
USDT 1.00
SBD 2.37