লিচুsteemCreated with Sketch.

in #lycheelast year

লিচু হচ্ছে আমাদের দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী ফল। দিনাজপুরের বোম্বাই লিচুর খ্যাতি দেশজুড়ে। লিচু পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে। ছোট বড় উভয়ই লিচু পছন্দ করেন। লিচু খেতে মিষ্টি স্বাদের হয়ে থাকে। আমাদের স্থানীয় লিচু গুলো একটু টক স্বাদের হয়। বর্তমানে বিভিন্ন জায়গায় কিছু চাষ করা হচ্ছে। দিনাজপুরের লিচু যতটা নাম করেছে আমাদের স্থানীয় কিছুগুলো ততটা নাম করতে পারে না। ১০০ লিচু এক হাজার টাকা হয়ে থাকে। আমাদের স্থানীয় লিচু গুলোর দাম অতটা হয় না। ১০০ শত লিচুর দাম হয়তো ২০০ থেকে ৩০০ টাকা হয়।


Pixabay

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 106962.01
ETH 3346.27
SBD 4.41