Lunch time.best weather

in #lunch7 years ago

খাটি বাংলা রেস্তোরাঁ, চকবাজার সিএনজি স্ট্যান্ড।
৭৫ টাকার লাঞ্চ প্যাকেজ। ২ প্লেট ভাতের সাথে ২ পিস বিফ, শুঁটকি ভর্তা, পুইশাক, ডাল, সালাদ।
প্রতিটি আইটেম অসাধারণ ছিলো।
তৃপ্তি নিয়ে খেয়েছি সব আইটেম।
স্পেশালি শুঁটকি ভর্তা, ৯/১০ দিবো।
ডালটাও খুব ভালো ছিলো।
পুইশাকটাও বেশ ছিলো।
বিফের ইম্প্রুভমেন্ট প্রয়োজন।
ভাত একজনের জন্য যথেষ্ট।
মোট ৩ টি প্যাকেজ রয়েছে। ৫০, ৭৫ এবং ১০০ টাকা।
আমি নিয়েছিলাম ওনাদের ৭৫ টাকার প্যাকেজটি।
ছিমছাম ছোটখাটো একটি রেস্তোরাঁ, প্রচুর ফিমেল স্টুডেন্ট দেখেছি। মেয়েরা দলবেঁধে যেয়ে খেয়ে আসতে পারেন। অনেক সহনীয় দাম সব গুলো আইটেমের। আমাদের মত স্টুডেন্টসদের জন্য বেশ সহনশীল।
তবে যা বুঝলাম ওনাদের ৭০% কাস্টমার স্টুডেন্ট।

image

কর্তৃপক্ষের প্রতি: কোয়ালিটি ধরে রাখুন। কথা দিলাম মানুষ বহুদূর থেকেও ছুটে যাবে। কুমিল্লার মানুষ কোয়ালিটি চায়, লোকেশন নয়। লোকেশন চাইলে রসনার স্বাদ দিনে লাখ টাকার উপর সেল দিতে পারতোনা। সেই লালমাইয়ের ওহাব মিয়ার চালের বেড়ার দোকান দিনে শুধু গরুর মাংস ৫০ হাজার টাকার বিক্রি করতে পারতো না। শুভ কামনা রইলো খাটি বাংলার জন্য। শুভ হোক আগামীর প্রতিটি দিন।

Sort:  

good food dear @aqib1

This comment has received a 0.28 % upvote from @booster thanks to: @prince60.

Congratulations @aqib1! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of comments

Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here

If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Upvote this notification to help all Steemit users. Learn why here!

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.24
JST 0.039
BTC 93968.12
ETH 3243.94
SBD 7.47