আমি আজ ক্লান্ত - রেদোয়ান মাসুদ

in #lovesms6 years ago (edited)

 চারিদিকে শুধু কষ্ট আর কষ্ট

আমি আর পারছি না

কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।

হাজার ফুলের গন্ধ

চাঁদের সেই হাসিমাখা মুখ

কিছুই যেন আজ

আমাকে করতে পারছে না শান্ত

কারণ আমি আর পারছি না

কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।

ভোরবেলা পাখিদের গান

নিশিরাতে বাঁশিওয়ালার সেই তান

ভাটির টানে মাঝিদের গান

সবই যেন আজ বন্ধ

গাছের পাতায় নেই কোনো নাড়া

নদীতে নেই সেই কলকল শব্দ

সবই যেন আজ স্তব্ধ

কারণ আমি আর পারছি না

কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।

আকাশে মেঘের ভার

বাতাসে ঝড়ের শব্দ

সাগরে উঠেছে ঢেউ

হৃদয়ের ডাকে সাড়া দিচ্ছে না কেউ

আমি এখন কী করে হব শান্ত

কারণ আমি আর পারছি না

কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।

বিকেলবেলা মাঠের ধারে

সহপাঠীদের উল্লাস

বৃষ্টিভেজা সবুজ ঘাসে

কাক শালিকের পাখা মেলে বিচরণ

সন্ধ্যার আগে পশ্চিম আকাশে গোধূলি লগন

উঠানে বসে গায়ের বধূদের

উকুন মারা, আর খেঁকশিয়ালের গল্প

সবই যেন আজ একেবারে বন্ধ

কারণ আমি আর পারছি না

কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।

সবাই বলে আর একটু ধৈর্য ধরো

আর একটু অপেক্ষা করো

একসময় হবেই হবে তুমি শান্ত।

যেদিন মাথার উপর আকাশ ভেঙে পড়বে

যেদিন পায়ের উপর উল্কাপিণ্ড পড়বে

আমি সেদিন ঠিকই হব শান্ত

আর সেদিনই কেটে যাবে আমার

জীবনের সকল ভারাক্রান্ত 

কারণ আমি আর পারছি না

কষ্টের ভারে আমি আজ ক্লান্ত ॥

 bengali love poem

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 81583.53
ETH 1861.55
USDT 1.00
SBD 0.81