কালো টিপ

in #love7 years ago

তোমার ভালবাসা আমার কপালের কালো টিপের মত,
প্রথম প্রথম তুমি বড় জোড়াল আঠালোর মত।
একটু ভিজে গেলে,
হুম, আমার মন
তুমি বড্ড মলিন হয়ে যাও
পড়ে যেতে চাও, চলে যেতে যাও।
আমি টিপের মত তোমার ভালবাসার মায়ায় পড়ে যাই,
আমি বারে বারে টিপটি কুড়িয়ে নেই।
আশায় আমি আবার কপালে পড়ি
ভাবি, আরো কিছুক্ষণ বুঝি থাকবে
আরো একটু সময় বুঝি জড়িয়ে থাকবে স্পর্শে,
তুমি বারবার পড়ে যাও, চলে যাও, হারিয়ে যাও
আমি বারেবারে কুড়িয়ে নেই।
আমি অবশেষে তোমায় কপাল থেকে খুলে
আমার দাগ পড়া আয়নায় যত্ন করে লাগাই
তুমি কপালে না থাক
চোখের সামনে তো থাক।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.034
BTC 100134.90
ETH 2801.39
SBD 3.80