নিঃশব্দ শূন্যতায়

in #love7 years ago

তোমার স্বপক্ষে যুক্তি দেখাতে দেখাতে ভীষণ ক্লান্ত দু'চোখ বুজে আসে শেষরাতে,
বেলা হয়ে আসা প্রভাতে ঘুম ভাঙে একরাশ বিরক্তি নিয়ে,
গতরাতও তোমায় ভালোবেসে পার হলো বলে আজ ভোরের শুভ্রতাও তোমার অনুসরণে গেল চলে!
আচ্ছা বলতে পারো, আমি কবে আমায় ভালোবাসবো?
কবে আর অযুক্তিতে মানবো না তুমি আজো আছো,
গত দশকের পৌষের রাতের মতোই উষ্ণতা নিয়ে,
সকালের গরম চায়ে কফি মেশানো অদ্ভূত সাধ নিয়ে।
খুব গুছিয়ে আজ আর বলতে পারি না ঠিক কতটা চাই,
অগোছালো ভাবনায় জড়িয়ে জট বাঁধায় চেনা ভাবনারা,
আমি শুধু অস্পষ্ট স্বরে আওড়াই কিছু অচেনা বুলি,
এতটাই চাই..... হুম, ঠিক এতটাই-----
যেন শিয়রে বসে থাকা অদৃশ্য তুমি শুনছো আমায়,
চুল হাত দিলে পাওয়া তোমার হাতের অনুরণন কাঁপন ধরায় আমার প্রচন্ড অস্থির সত্তায়।
অক্সিজেন স্বল্পতায় উন্মুক্ত জানালায় আমি একা,
যেন কেউ শ্বাসরোধের নিরলস চেষ্টায় উন্মাতাল,
রাত্রির কালো হাতের করাল থাবা গ্রীবায় চেপে ধরে,
আমি চিৎকার করি, প্রচন্ড আর্তনাদে,
বুক ছিড়ে মুক্তি পাওয়া নোনাজল উপহাস করে বলে আমায়
----------"দেখো সে নেই কোথাও,
এতোটা নিঃশব্দে কেন আমায় ছোট করো"!
আমি পরাজয় মেনে নিয়ে নিলজ্জের মতো বলি
" সে যে আরো নিঃশব্দে চলে গেল,
নিয়ে গেল এ শতাব্দীর সকল শুভ্রতা।"

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.034
BTC 100134.90
ETH 2801.39
SBD 3.80