অনুপ্রেরণামূলক বাস্তব কিছু উপলব্ধি.!!

in #love6 years ago

অনুপ্রেরণামূলক বাস্তব কিছু উপলব্ধি.

১: আপনি নিম গাছের গোঁড়ায় যতোই চিনি ছড়ান না কেন, নিমের ফল কখনোই মিষ্টি হবে না।
২: আপনি হাজার হাজার বালতি পানি মরুভূমির মাঝে ছিটিয়ে দিলেও এক ফোঁটা পানিও আপনি ফেরত পাবেন
না, কেননা মরুভূমির বালি সব পানি শুষে নেবে।
৩: আপনি আকাশের তারা যতোই গণনার চেষ্টা করুন না কেন, আপনি কখনই তারা গুনে শেষ করতে
পারবেন না।
৪: আপনি হাজার চেষ্টা করলেও পানির নিচে ডুব দিয়ে কখনোই কান্নার চেষ্টা করতে পারবেন না।
৫: আপনার হাতঘড়ির কাটাগুলো যতোই চলুক না কেন, সেটি সঠিক সময় না দিলে আপনার ঘড়িটি অকেজো।
৬: আপনি প্রখর রোদে যতোই দাঁড়িয়ে থাকুন না কেন আপনার শরীরের সকল অংশে কখনোই রোদ পড়তে পারবে না।
**ঠিক তেমনিভাবে —————–
-আপনি চান আপনার খারাপ গুণ গুলোর কোনও পরিবর্তন না করেই আপনি উন্নতি করবেন যা একটি নিম গাছের গোঁড়াই চিনি ঢালার মতো।
-আপনি চান আপনার সুযোগের সদ্ব্যবহার না করেই সামনে এগিয়ে যাবেন যা মরুভূমির মাঝে পানি ঢালার মতো, আপনি শুধু চেষ্টাই করে যাবেন কিন্তূ ফল পাবেন না।

-আপনি চান সমস্ত কিছুতে আপনি উন্নতি করবেন যা সারা আকাশের তারা গণনার মতো। হাজারটা বিষয় নিয়ে কেউ কখনও এগোতে পারে না।
-আপনি আপনার সমস্যাগুলোর ব্যাপারে চিন্তায় রত যা পানির নিচে কাঁদার চেষ্টা করার মতো। জগতে প্রত্যেকটি ব্যাক্তিই সমস্যার ভেতর, তাদেরকে আপনার সমস্যাগুলো দেখালেও তারা তা বুঝতে পারবে না ।
-আপনি যতোই কঠোর পরিশ্রমী হোন না কেন, যদি আপনার কাজ গুলো কারও উপকারে না আসে তাহলে আপনি চলন্ত সেই ঘড়ির মতো যার কাটা চলে কিন্তূ কারও উপকারে আসে না। সফলভাবে এগিয়ে গেলেও কিছুটা অাকাংঙ্খা সবার ভেতরেই থাকে। আর আকাংঙ্খা আছে বলেই মানুষ এগিয়ে যাবার অনুপ্রেরণা পায়। রোদের ভেতর দাঁড়ালেও যেমন শরীরের সমস্ত অংশে রোদ পড়ে না, তেমনিভাবে এক জীবনেই আপনি সব কিছু পেয়ে যাবেন এমনটা নয়। বরং এগিয়ে যান আর আত্মতৃপ্তি বোধ আনুন। জীবনের প্রতিটি দিনকে উপহার হিসেবে ভাবুন। কালকের দিনটি যে আপনার জীবনে আসবেই তার কোনও নিশ্চয়তা নেই।
47683658_299322797382808_4423566034250760192_n.jpg

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.28
JST 0.042
BTC 104621.15
ETH 3895.38
SBD 3.29