ভালবাসার গল্প.!!

in #love6 years ago

শুভ সন্ধ্যা প্রিয় অনামিকা.!!

দাগ কতই তো রয়ে গেছে অনামিকা
তবু জানিস আমার বয়ে গেছে।
দাগ টানা সময়ের কাঁটাগুলো
সব এলোমেলো হয়ে গেছে।
তবু আমার বয়ে গেছে
শুধু একলা সময়ে ফিসফিস ছাড়া।
.
কিছু শুনছিস
টিক টিক ,টিক টিক অবিরত ,ক্রমাগত এগিয়ে যাওয়া।
পাশে ক্যালেন্ডারের তারিখগুলো সার দেওয়া পিঁপড়ে
চলছে আর চলে গেছে,
তবু আমার বয়ে গেছে।
শুধু কিছু দাগ রয়ে গেছে গভীরে কিছু অজানা স্বাদে
তবু কিছু দাগ রয়ে গেছে ফিসফিস স্মৃতিদের সাথে।
হামাগুড়ি দিয়ে জীবন
এখন হাঁটা শিখে গেছে।
একলা থাকায় ,একলা পাওয়ায় নিজেকে আয়নার কাছে
আরো কাছে কাঁচের গুড়ো,
সব লুকিয়ে রয়ে গেছে অনামিকা.!!

47487753_297190594262695_9191089409095630848_n.jpg

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 98087.08
ETH 3474.73
USDT 1.00
SBD 3.09