A Simple poetry of Love

in #love7 years ago

IMG_20171130_180644_453.jpgঅবাক হবার মত ব্যাপারটা
ছিলাম আমরা একেবারে অচেনা,
কীভাবে হল মোদের
এমন জানা শোনা ?
কোনদিন এক শুভক্ষনে
পেয়েছিলাম আমি তোমার ঠিকানা,
আমার মনে তৈরি হয়েছিল
তোমার জন্য মস্ত বড় আস্তানা।
বিস্ময়ের সব ঘোর কাটিয়ে
সেদিন তোমায় লিখলাম চিঠি,
তোমার পত্র হাতে পেয়েই
আবদ্ধ হয়েছে আমার দিঠি।
সেদিন থেকেই হয়েছি
মোরা বন্ধুত্বের বাধনে বন্দী,
তাই প্রত্যেক মাসেই চিঠি লিখি
চলে একে-অপরের আপস সন্ধি ।
সত্যি বলছি তুমি যে আমার
মন নিয়েছ কেড়ে,
ভীষণ কষ্ট পাবো আমি যদি
চলে যাও আমাকে ছেড়ে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 98773.77
ETH 2801.82
SBD 0.64