আমার জীবনের কথা || পাঠ ২

in #lovelast year

হেলো, বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আমিও আপনাদের দোয়ায় এবং রবের দোয়ায় ভালো আছি।

তো গল্প শুরু করা যাক :

চাকরি না হয়ার পরে আমি তাও হাল ছারি নাই পড়া শুনা চালিয়ে যায়।এ ভাবে চলতে চলতে আমি
কিছু টা নার ভাজ হয়ে পড়ি তার পরে আমি ওন্ন চাকরির জন্য এপলায় করি চাকরিতে টিকে যায়
কিন্তু টাকার জন্য চাকরিটা হলো না টাকা কি ভাবে দিবো গরীব ঘরের ছেলে আমি।
তার কিছুদিন কেটে যাওয়ার পর আমি একটা মেয়েকে ভালো বাসতে শুরু করি মানে আমার তাকে পছ্দ হয়ে যায়
কিছু দিন কেটে যাওয়ার পর তার সাথে আমার বিয়ে হয়।

আমার বো
GQmukwZeHMlaiWMUFzkZgcjkoWC.jpg

কিন্তু আমি খুবি ভয়ে ছিলাম কি ভাবে আমি সংসারের হাল ধরবো আমি তো বেকার।
এভাবে কিছু দিন কেটে যাবার পরে আমার মা অসুস্ত হয়ে পরে ওপারেশন করা লাগবে টাকা লাগবে ২ লাক্ষ টাকা
কিন্তু ও তো টাকা পাবো কোথায় জমি বিক্রি করে মার চিকিৎসা করি।
মার ওপারেশন হয়ে গেল কিছু দিন যেতে না যেতেই বাবা ইস্টক করে বাবা মা এই সমস্যার কারনে
আমার পড়া শুনা করা বন্ধ হয়ে গেল তখন আমি আমার বাবা মায়ের দায়িতো নিলাম
আমি মাটে কাজ করতে শুরু করলাম।

IMG_20230525_085350.jpg

এভাবে কিছু দিন কেটে যায় পরের কথা পাঠ ৩ য়ে বলা হবে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.25
JST 0.034
BTC 95768.49
ETH 2809.01
SBD 0.67