১৩ বছর বয়সে প্রেম!!!
বছরের শুরুতে যখন বিদ্যালয়ে যাই। তখন একটি মেয়ের সাথে আমার প্রথম পরিচয় হয় তার নাম হ্যাপি। হ্যাপি কে পছন্দ করত আমার এই পাশের বাড়ির ছেলে তার নাম হৃদয়। আমি যখন স্কুলে যেতাম হৃদয় তখন চিঠি দিতো হ্যাপিকে দেওয়ার জন্য। একদিন তাদের সাথে ঝগড়া লাগে তাদের প্রেম ভেঙ্গে যায়। তখন হৃদয় আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এটা ছিল একটা ভুল সম্পর্ক কারণ আমার বয়স তখন ১৩ আর তার বয়স ৩০। এই সম্পর্কটা পরে জটিল আকার ধারণ করে। প্রচন্ড আবেগ থেকে আমি তাকে বিয়ে করেছি। একটা দুর্ঘটনা আমাদের জীবনটা তছনছ করে দেয়। সড়ক দুর্ঘটনায় হৃদয় মারা যায়। আমি একা হয়ে যাই।