ভালোবাসা অথ্য কি?

in #love7 years ago

ভালোবাসা পাবার চেয়ে ভালোবাসা রোক্ষাকরা অনেক কঠিন । তুমি কার ভালোবাসা অল্পতে পেতে পারো কিন্তু তা রোক্ষা করার জন্য তোমাকে অনেক ত্যাগ সিকার করতে হবে । তার মন জয় করার জন্য তার পছন্দের সকল কাজ করতে হবে । যদি না করা হয় তাহলে তমার ভালোবাসার মানুষ তোমাকে ছেরে চোলে যাবে।
প্রকিতো ভালোবাসাঃ প্রকিতো ভালোবাসা হয় প্রবিত্র ,এই ভালোবাসা আসে বেহেস্ত থেকে । যারা প্রকিত ভালোবাসে তারা কখোন দেহ চাইনা সুধু মন চাই। প্রকিত ভালোবাসায় শান্তি অনেক আবার বাধাও অনেক। যারা প্রকিত ভালোবাসে তাদের সাহস অনেক বেশি হয়ে থাকে ,তাদের যদি বলা যায় তমার ভালোবাসার মানুকে বাচাতে চাইলে তোমার জীবন দিয়ে দিতে হবে সে কোন কিছু না ভেবে রাজি হয়ে যাবে। এক কথাই তারা তাদের ভালোবাসার মানুষএর যন্য সকল কিছু করার জন্য রাজি থাকে। প্রকিত ভালোবাসা কখোন ভোগ করতে শিখায় না ত্যাগ করয়া শিখাই। প্রকিত প্রেম কখোন ধনি-গরিব, মোটা-চিকন, সুন্দর-কালো দেখে হয়না। প্রকিত ভালোবাসাই ধাপে ধাপে পরিক্ষা দিতে হয়।
pexels-photo-888899.jpeg
pexels-photo-949586.jpeg
![pexels-photo-888899.jpeg](https://cdn.steemitimages.c/
pexels-photo-264109.jpeg

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.24
JST 0.037
BTC 100527.87
ETH 3117.50
SBD 3.93