Depth of love

in #love7 years ago

নিরবচ্ছিন্ন প্রহর,
অন্ধকারের বিষন্নতা,
গভীরতম রজনী আর অপেক্ষারত সময়,
কত রাত হলো,সকালতো দেখি না,
প্রভাতের উষ্ণ হাওয়ায় এলে তুমি,
অনুভবে মিশে যে আছো,
এ যে গভীর মায়া,
ছলনা নাকি ভুল!
প্রতিবিম্বের মাঝে খুজে ফিরি!
তোমারই ছায়া,
কষ্ট হীন এ হৃদয়,
বাধাহীন স্বপ্ন
বেগ না মানা আবেগ
আজ
পরাজিত ভালবাসার কাছে।
সারাটি জীবন কেটে যাবে কি?
স্মৃতির পাতায়?
মলিন,ধূসর, বিবর্ণ পাতা
রঙিন হবে কি অাজ?
উন্মুক্ত হৃদয় মন্দির আজ ধূলাকণায় পরিপূর্ণ।
হতাশার প্রলেপ ঘুচে,
উজ্জ্বল করছে রংধনুর এক চিলতে হাসি।
তুমি আসবেনা?
দেখবেনা?
তোমার জন্য আজ রক্ত প্রদীপ জ্বলছে,
উন্মাদ ঝড়ো হাওয়া
কালবৈশাখীর দাপট
অার
এক টুকরো হাসি।
এটাই হোক জীবনের শেষ ঠিকানা...
ভালবাসি।। ভালবাসি।। ভালবাসি।।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.25
JST 0.031
BTC 83613.24
ETH 1597.03
USDT 1.00
SBD 0.78