তুমি আমাতেই থাকো

in #love7 years ago

কোকিল কালো কেশ তোমার
হরিণীর ন্যায় আঁখি,
ঠোঁটে মধুর হাসির ঝিলিক
প্রাণ জুড়ায় যত দেখি ।

তোমার কণ্ঠধ্বনি শুনিলে মোর চিত্ত ওঠে দুলে
নৃত্যের ছন্দে,
দিনরাত করি শুধু তোমার বন্দনা
হৃদয়ের গহীনে।

নুরে তোমার মোর নজরকাড়া
তুমি বিহনে আমি বাধনহারা,
কষ্টগুলো যায় হারিয়ে
পেলে তোমার ভালোবাসা ।

আমার এ হৃদয়ে এঁকেছো তুমি
জীবনের প্রতিচ্ছবি,
মরণও যদি বিচ্ছেদ চায়
তবুও রবে কেবলি একটাই আমার তুমি ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.041
BTC 94586.62
ETH 3297.24
SBD 6.51