পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানো .? মানুষের মন

in #love7 years ago

received_126991791517663.jpeg
যে পথে তোমার সাথে
রোজ হতো দেখা।
সেই পথে আজ
আমি আছি শুধু একা।
যে মনে ছিলে তুমি
ছিলনা আর কেউ।
সে মনে আজ শুধু
বেদনার ঢেউ।
যে চোখে প্রতি রাতে
স্বপ্ন তুমি ছিলে
সে দুটি চোখ আজ
ভাসে শুধু জলে
😢😂😥😩😭
কেন এত কষ্ট দিলে আমায়?
যার কারণে আজ আমি ছন্নছাড়া।
এ হৃদয়ের প্রতিটি অংশ আছে তোমার ফিরে আসার প্রতীক্ষায়,
আশা করি তুমি ফিরে আসবে আমার এ মনের মন্দিরে।
আর ভালবাসায় ভরিয়ে দিবে আমার এ জীবন। https://steemit.com/@bijoy80812
যদি কাউকে ধোঁকা দিতে পারো,, তাহলে ভেবোনা সে বোকা ছিলো.. মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করে ছিলো,, কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য ছিলেনা..???
https://steemit.com/@lakey123

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104021.29
ETH 3869.26
SBD 3.33