এর পর কান্নার শব্দ আরো বেশি করে শোনা যাচ্ছিল

in #love7 years ago

কাঁদছ কেন ?
-ভয় পাচ্ছি ।

-কেন ?
-বিদ্যুৎ চমকাচ্ছে ।
-বোকা মেয়ে । এতে কাঁদার কি আছে ?
-জানি না । ভয় পাই যে ।
-কান্না থামাও । না হইলে কিন্তু ফোন
রাখলাম ।
এর পর কান্নার শব্দ আরো বেশি করে
শোনা
যাচ্ছিল। ছেলেটি রাগ করে ফোন কেটে
দিল । মেয়েটি ভয়ে এবং কষ্টে আরো
বেশি
করে অশ্রু বর্ষন শুরু করল ।
( ২০ মিনিট পর )
-হ্যালো
-ফোন কেটে আবার ফোন দিলা কেন ?
-তুমি এখনও কান্না থামাও নাই ?
-কাঁদব, আরো বেশি করে কাঁদব । আমি
কাঁদলে তাতে তোমার কি ?
-কান্না থামাও ।এখনো ভয় পাচ্ছ ?
-হুম ।
-ভয় পেয় না ।আমি তোমার বাসার
সামনে
দাড়ায় আছি । তুমি ঘুমাও ।
-কিহ ! রাত ২ টার দিকে বৃষ্টিতে
ভিজে তুমি
এখানে কেন ?
-তুমি যে ভয় পাচ্ছ ।
-পাগল আমার !
এরপর কিছুক্ষন কথা বলে মেয়েটি
সুখস্মৃতি
নিয়ে ঘুমিয়ে পড়ল ।আর ছেলেটি
ভালবাসার
টানে ভোর পর্যন্ত সেখানে ঠাঁয় বসে
রইল ।
এটা e ভালবাসা , পাগলামো

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.24
JST 0.040
BTC 92112.64
ETH 3217.90
USDT 1.00
SBD 7.75