চার্জার চালিত ভ্যান এবং ভ্যান ওয়ালা
একজন ভ্যান চালক অনেক কষ্ট করে। সে সারাদিন অনেক কষ্ট করে ভ্যান চালায়। রোদ বৃষ্টি যা হয় তারপরও সে ভ্যান চালায়। একজন ভ্যান চালক রড নিয়ে যাচ্ছিলো। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি তার ছবি তুলছি। সে ভ্যান চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলো।
তার ভ্যানটি মূলত চার্জার চালিত ভ্যান ছিল। সেজন্য তার বেশি কষ্ট করা লাগে নাই। তার ভ্যানে যে পরিমাণ মালামাল ছিল তার ওজন অনেক হবে। যদি সে পায়ে চালিত ভ্যান চালাইতো তাহলে এতগুলো মালামাল সে নিজে বহন করতে পারতো না। বর্তমানে চার্জার চালিত ভ্যান আসায় অনেক সুবিধা হয়েছে।
বর্তমানে রডের দাম অনেক হয়ে গেছ। দুই বছর আগে রডের কেজি প্রতি দাম ছিলো 50 টাকা। বর্তমানে প্রতি কেজি রড ১০৫ টাকা থেকে ১০৬ টাকা হয়ে গেছে। রডের এত দাম দেখে মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে। বর্তমানে বাড়ি ঘর তৈরি করতে প্রচুর রড প্রয়োজন। বাড়ি ঘর তৈরি করতে যে পরিমাণ রড প্রয়োজন সেখানে প্রচুর টাকা ব্যয় করতে হয়। রডের দাম বাড়ার পিছনে প্রধান কারণ বাংলাদেশের টাকার মান কমে যাওয়া।