ব্যস্ত অবসর

in #lifestyle3 years ago

WhatsApp Image 2022-07-23 at 7.13.14 AM.jpeg

অবসরের পর অনেকেই
ঘরেই সময়টা কাটিয়ে
দিতে চায়।অবসর মানেইতো নির্ঝঞ্ঝাট জীবন, বারান্দায় ইজিচেয়ারে বসে
খবরের কাগজ পড়া।
অবসরে শুরু হয়
নিষ্কম্মা জীবন।
অবসর মানে চার
দেওয়ালের মধ্যে বন্দী হয়ে অলস মুহূর্তগুলো গুনে গুনে সময় কাটানো।

কেউ কেউ অবসরের বিরুদ্ধে বিদ্রোহ করে,
কাজের কাজ বা অকাজের কাজে আনন্দ খুঁজে
নিজেকে ব্যস্ত রাখে।
ব্যস্ততায় নিজেকে
আবার নতুন করে খুঁজে পায়,
শরীর-মন সেই ছন্দে হাসে,
★কভু হয়না বয়সের ভারে ন্যুব্জ★

যারা বয়স বয়সের অলস
খেলা খেলে প্রতিমুহূর্তে বয়সকে প্রাধান্য দেয়,
অলস মুহূর্তের পাহাড় গড়ে তুলে,
★বয়স তাদের বন্দি করে ফেলে★

যারা বয়সকে বৃদ্ধাঙ্গুলি
দেখিয়ে আবার
আরেকটা জীবনের
স্বপ্ন দেখে------

মনর গহীনে রঙিন উচ্ছ্বাস
পাখিদের কলতান
বাতাসের ঝিরিঝিরি শব্দ
প্রবাহমান নদী মূর্ছনা
লাল শাপলা ফুলের
লালিমায় নিজেকে হারিয়ে ফেলতে পারে ;
বয়স তাদের কাছে হেরে যায়!!

বয়স বয়সের ব্যস্ততার
খেলা
আর জীবনের শেষ বেলার
নতুন জীবনের
ঝংকারে,
তাদের শরীরটা থাকে
চিরসবুজ!

----গোলাম মোহাম্মদ খান ফারুক

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.24
JST 0.038
BTC 101630.42
ETH 3205.36
SBD 5.09