লোভ কাহারে বলে?

in #lifestyle3 years ago

FB_IMG_1636425941285.jpg

Image Source

বিসমিল্লাহির রহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু

সম্মানিত সাথী বৃন্দু আজকে আমি আত্মার যে দশটি রোগ রয়েছে। সেই দশটি রোগের মধ্যে আজকে আমি "লোভ" নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ আমার এই পোষ্টের আপনাদের সবাইকে স্বাগতম।

লোভঃ লোভ অর্থ হলঃ অপরের জিনিস পাবার আকাঙ্ক্ষা, প্রবল বাসনা, লিপ্সা,তৃষ্ণা।

লোভ এর সমার্থক শব্দ হলোঃ সমার্থক শব্দ সমূহ যেমনঃ লিপ্সা, লালসা, আকাঙ্ক্ষা কাম্যবস্তু, কামনা ইত্যাদি

এখন আমরা লোভকে ভালোভাবে বোঝার জন্য বা হৃদয়াগম করার জন্য একটি ছোট্ট গল্প পেশ করব ইনশাআল্লাহ।

বাবার কাছে, ছেলে জানতে চাইল আব্বু "লোভ কি?"

বাবা বললেন, লোভ কি জানতে চাইলে চাও তবে আমার সাথে একটা চকলেট ফ্যাক্টরি তে যেতে হবে। ছেলে বলল চলেন। বাবা তাকে সকলের ফ্যাক্টরিতে নিয়ে গেল এবং বলল ফ্যাক্টরির ভিতরে যাও তোমার পছন্দের একটা চকলেট বেছে নিবে কিন্তু শর্ত হলোঃ শুধু লাইনের সামনের দিকে যেতে হবে অর্থাৎ পিছনের দিকে ফিরে এসে চকোলেট সংগ্রহ করা যাবে না শুধু সামনের দিকে যাইতে হবে দেখতে হবে পছন্দের একটা চকলেট তোমাকে নিতে হবে। ছেলে বলল ঠিক আছে বাবা আমি শুরু করছি। সে লাইনের প্রথম যে চকলেট দেখল সেটাখুব সুন্দর মোড়কে মোড়ানো সে নিল না । সে মনে করল যে সামনে হয়তো এর চেয়েও ভালো চকলেট রয়েছে তাই।এরপর এরপর সে সামনে চকলেট এর সারি দেখতে দেখতে লাইনের শেষ প্রান্তে গিয়ে প্রশ্ন কিন্তু তার আর কোন চকলেট পছন্দ হলো না। অতএব, সে একটা চকলেট ও পছন্দ করতে পারল না। সে আফসোস করতে লাগল যে আসলে প্রথম যে সুন্দর মোড়কে মোড়ানো চকলেটি না নিয়ে সে ভুল করেছে সেটা মত সুন্দর চকলেট এই লাইনের মধ্যে আর দ্বিতীয়টি নেই কিন্তু নিয়ম যে পিছনে নিয়ে আর কোন চকলেট সংগ্রহ করা যাবে না তাই সে খালি হাতে ফ্যাক্টরি হতে বের হলো।

অবশেষে সে খালি হাতে ফিরে এলো বাবার কাছে। চকোলেট কারখানায় সে একটি চকলেট আনতে পারল না তার কারণ তার বা বাবাকে সব খুলে বলল ।

বাবা বললেন, ‘তুমি প্রথম চকোলেটি খুব পছন্দ হয়েছিল কিন্তু তা না নিয়ে তুমি সামনে আর ভাল চকোলেট খুঁজছিলে। কিন্তু তুমি পরে বুঝতে পারলে যে আরো ভালো চকলেটের আশা করে প্রথমে পছন্দের চকলেট কি হারালে কারণ তুমি আশা করেছিলেন আরো ভালো একটি চকলেট হয়তোবা সামনে পাবো। যে কারণে তুমি এই কাজ টি করেছো সেটাই হল লোভ।

সাথী বৃন্দু আমরা লোভের কারণে অনেক জিনিস হারিয়ে ফেলি। আসুন আমরা লোভকে সংক্ষিপ্ত করি এবং লোভের ক্ষতি হতে বেঁচে থাকি নিজে এবং অপরকে বাঁচানোর চেষ্টা করি।

আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96605.56
ETH 3461.33
SBD 1.57