নিয়তি

in #lifestory7 years ago

নিয়তি একসময় ঠিকই নির্মম প্রতিশোধ নেয়। যারা অন্যের বেশি সমালোচনা করেন, পরচর্চায় ব্যস্ত থাকেন, পরের ভুল ধরে আত্মতৃপ্তি লাভ করেন একসময় তারাই একই জালে ধরা পড়ে ছটফট করেন। এজন্যই অন্য কারো গুণচর্চা করতে না পারলে নিরব থাকাই বুদ্ধিমানের কাজ। বাঙালি হিসেবে আমাদের জন্য অবশ্য এই কাজটা বেশ কঠিন।

ধরুন, অন্যের ছেলে ড্রাগে আসক্ত। উপকার করতে না পারলে সেটা নিয়ে আত্মতৃপ্তিতে ভুগার ও কিছু নেই। কিংবা অন্যের মেয়ে পালিয়ে বিয়ে করেছে। চাইলে হাসিঠাট্টা করুন। কিন্তু আপনি কি নিশ্চিত একদিন আপনার ঘনিষ্ঠ কারো সাথে এরকম ঘটবে না? তখন কিন্তু আপনিই হয়ে উঠবেন হাসির পাত্র। আপনার বাবা, মায়ের সাথে নির্দয় আচরণ করে হয়ত তৃপ্তি লাভ করেছেন। আপনার সন্তান সেই শিক্ষা নিয়ে আপনার উপর প্রয়োগ করবে না, আপনি কি নিশ্চিত?

  • আমার এক বন্ধুর বোনের সাথে একরকম নির্দয় আচরন করা হয়েছিল কয়বছর আগে। শাশুড়ির যন্ত্রনার কারনে গর্ভাবস্থায় বাসায় ফিরেছিল মেয়েটা। নেশাসক্ত স্বামী সন্তানের মুখ ও দেখতে আসেনি। ডিভোর্স হয়ে যায়। সম্প্রতি সেই শাশুড়ির নিজ মেয়ের ও একই পরিনতি হল। এতে খুশি হবার কিছু নেই। কিন্তু সেই মহিলা কি ব্যাপারটা অনুধাবন করেছেন কিংবা করবেন?

  • এক মেয়ের মা অনেক কুমন্ত্রণা দিয়ে আর পিছে লেগে থেকে মেয়ে আর জামাইকে বাবা, মা হতে আলাদা করেছিলেন। কয়বছর পর নিজ পুত্রই তার নতুন বউ নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে উঠেছে, বাসার খবর নেয়ার প্রয়োজন বোধ করে না।

  • এক ভদ্রলোক বউ পিটাতেন। তার পুত্র ও এটাকে খুব সাধারণ ঘটনা হিসেবে নিজ জীবনের অংশ করে নিয়েছিল। দুর্ভাগ্যক্রমে তার বউ তার মায়ের মত সর্বংসহা ছিল না। কয়মাস পরেই ডিভোর্স। এরপর বেশ কয়বছর ছেলেটার সময় কেটেছে একাকী আর আফসোসে। ভালবাসার মানুষ এর উপর কুশিক্ষার অপপ্রয়োগে মূল্যবান কিছু চিরতরে হারিয়ে ফেলল সে।

  • এক লোকের মাথায় শয়তান ভর করায় উপার্জনকারী প্রবাসী পুত্রের স্ত্রীকে রেপ করেছিল। ঘটনার কদিন পরেই তার পুত্র সড়ক দুর্ঘটনায় মারা যায়। সেই লোকের পরবর্তী জীবন কেটেছে একাকীত্ব, হাহাকার, দারিদ্রতা, একঘরে আর নিত্য অপমানে জর্জরিত হয়ে।

  • প্রভাবশালী কিংবা ক্ষমতাশালী অনেককে দেখে কাউকে কাউকে আফসোসে পুড়তে দেখি। ভাই, উনাদের কি এই দুনিয়ায় পাপের শাস্তি হবে না? দুর্নীতির টাকায় বাড়ি, গাড়ি, টাকা পাচার, বিদেশে নাগরিকত্ব কিংবা বাড়ি কেনা। শাস্তি হয়না কে বলল।
    অনেকগুলো ঘটনাই তো কাগজে পড়ি। দুর্ঘটনায় কারো পরিবারের সদস্য হারিয়ে যায়, কারো স্ত্রী বাসায় বোমা ফুটে মারা যায়, কারো রাজপুত্র গুলি করে জেলে যায়, কারো ছেলে মদ খেয়ে ফুটপাথে মানুষের উপর গাড়ি তুলে দেয়, কারো পুত্র গণপিটুনি খায়, কারো কন্যা ছাদ হতে ঝাঁপ দেয়, কেউ ইয়াবা বেচে আর কেউবা বাগানবাড়িতে পতিতার সাথে ধরা পড়ে।

আল্লাহর দুনিয়ায় হিসাব নিকাশ খুব সহজ। সবাইকে তার পরিণতি ভোগ করতে হবে। দুনিয়ার ভাগে একটু কম পড়লে মাটির নিচে আর পরকাল তো আছেই...

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.039
BTC 95625.14
ETH 3355.68
USDT 1.00
SBD 3.05