First Day at my College

in #life7 years ago

"কলেজ লাইফ এর কিসু কথা ডায়রী তেকে শেয়ার করলাম ...৷৷৷

আজ ০২.০৮.০৮ ৷ আমার কলেজ জীবন এর যাত্রা শুরু করলাম ৷খুব ভোরে গুম তাকে উটলাম ৷গুম তাকে উটার পর মনে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম ৷ নাস্তা করলাম কলেজ এর হোস্টেলে ৷ সে ছিল নতুন এক পরিবেশ ৷তারপর রওনা হলাম কলেজ আর দিকে ৷ আমার সাতে ছিল সালেহ এবং থিং ৷ যারা ছিল আমার CRSC আর ফ্রেন্ড ৷যখনই কলেজ এ পা রাকলম তকনই দেকতে পাইলাম এক রাশ নিয়ম নীতি ৷যাইহোক কলেজ ভবনের ভিতরে প্রবেশ করলাম এবং ক্লাস খোঁজে ৫ তলায় গেলাম ৷ক্লাসে বসার পর ফ্রেন্ডরাও আসতে শুরু করলো ৷তারপর ক্লাস আর সময় যকন হলো ,একজন পদার্থবিজ্ঞানের টিচার আসে ৷উনি আমাদের সাতে পরিচিত হতে না হতেই এক বিশাল উপহার চলে আসে আমাদের হাতে ৷ যা পাবার জন্য মানুষ পাগলপারা হওয়া যাই ৷আর তা হলো গোলাপ ফুল ৷তারপর পযায়ক্রমে এক এক বিভাগের টিচার আসতে লাগলো এবং আমাদের সাতে পরিচিত হতে লাগলো ৷ বেশ ভলো লাগসিলো ৷ কারণ অধ্যাপকরা অনেক ভাবে আমাদেরকে উত্সাহিত করছিলো ৷উনাদের কথা শুনে মনে হছিল ভলো একটা ফলাফল করতে পারবো ৷সবাই নতুন বন্ধু কিন্ত কাউকে চিনিনা ৷ আস্তে আস্তে সবার সাতে পরিচিত হতে লাগলাম ৷ বেশ ভলোই লাগসিলো সব নতুন বন্ধুদের সাতে পরিচিত হতে পেরে ৷যাইহোক নিজেকে একজন কলেজ স্টুডেন্ট ভাবতেই ভলো লাগছে ৷ আর জন্য আমি মহান আল্লাহ এর কাছে শুকরিয়া জানায় ৷যিনি আজ আমাকে একজন কলেজ আর স্টুডেন্ট হিসাবে পড়ার সুযোগ করে দিয়াছেন ৷এর পর আমি সরণ করসি আমার মা-বাবা ,যার জন্য আমি আজ একজন কলেজ আর স্টুডেন্ট ৷আজকে এই দিনে আমার একটা চাওয়া আর তা হছে আমি যাতে একটা ভলো ফলাফল করে এই কলেজ জীবন তা সেস করতে পারি ৷ এর জন্য আমি মহান আল্লাহর কাছে সাহায্য প্রাথনা করছি ৷"

Sort:  

Think after the college life.

I wrote this in 2008 when i was studying College Now i've completed my degree with major BEng in Mechatronic Engineering. Keep me in your prayers.

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 95076.63
ETH 3277.51
USDT 1.00
SBD 3.26