জীবনে সুখি হবার তিনটি সহজ উপায়
নিজেকে খুজুনঃ
সবসময় অন্যদের সাথে সাথে নিজেকে না কম্পেয়ার করে নিজেকে খুজুন যে, আপনি কি চান বা আপনার কোন কাজটা করতে ভাল লাগে।কোন কাজ টা করতে আপনি কম্ফরট ফিল করেন।কোন কাজটা আপনার সাথে ম্যচ করে।অন্যকে দেখে অনুপ্রানিত হন ঠিক আছে কিন্তু ণিজের সামর্থকে ইগ্নোর করবেন না তাহলে দেখবেন সবকিছু ঠিক হচ্ছে।
কোন জিনিষ টা আপনার সবথেকে বেশি প্রয়োজন সেটা সম্পর্কে ভাবুনঃ
আমরা সবসময় কন জিনিষ আমরা বেশি চাই বা কোনটা আমাদের বেশি প্রয়োজন এটা না ভেবেই হুট হাট করে ডিসিসান নিয়ে নিই যার জন্য আমাদেরকে পরে বড় ধরনের মাশুল দিতে হয়। তাই আগে থেকেই এই বিষয় গুলো মাথায় রেখে যদি কাজ করি তাহলে পরে এর জন্য কোন আফসোস করা লাগেবে না।
জীবনে আপনি যা কিছু পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকুনঃ
আমাদের জীবনে আমরা যা কিছু তাই তা পাওয়ার সাথে অনেক সময় নাও এক হতে পারে তাই বলে হতাশ হয়ে সব আশা ভরশা ছেড়ে দেওয়া ঠিক না সবকিছু মিলিয়েই জিবন।বরং জীবনে যা কিছু পেয়েছেন সেগুলকেই জীবনের অর্জন হিসেবে ধরুন। আর এগুলো নিয়ে হ্যাপি থাকুন।জীবনের প্রতি কৃতজ্ঞ থাকুন দেখবেন সুখ আসবেই।
জীবনে সুখি হওয়া অনেক কঠিন যদি কিনা আমরা ওইসব কঠিন পদ্ধতি গুলোকে বেছে নিয়।যা কখনই আমার জন্য ছিল না।বরং জীবন কে সহয ভাবে ভাবুন। এই সহজ উপায় গুলো ব্যবহার করে, আপনি এই মুহূর্তে বসবাস শুরু করতে পারেন এবং আপনার অধিকার আছে , জীবনে ভালো থাকার সন্তুষ্ট থাকার। সবসময় একটা জিনিষ মনে রাখবেন, কখনও কখনও,অল্প কিছু পাওয়া দ্বারাও ভাল থাকতে পারেন ।
True.
Despite all life's hustles and bustles, we should take out time to do things that makes us genuinely happy.
@zannat vai .......you are the best :)
You got a 6.66% upvote from @postpromoter courtesy of @zannat!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!
You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!
me gusto mucho esta publicación, que bonita información tiene. saludos.
You got a 59.40% upvote from @upmewhale courtesy of @zannat!
Earn 100% earning payout by delegating SP to @upmewhale. Visit http://www.upmewhale.com for details!
This kind of game is very exciting. https://goo.gl/Dd9394