জীবন মানে কি???
জীবন মানে কি? জীবনের কোন না কোন একটা সময়এই প্রশ্নটার সম্মূখীন হয়েছেন কিংবা হবেন। এমন কি আমার ও আপনার কাছে একই প্রশ্ন আপনার কাছে কি মনে হয়- জীবন মানে কি? জীবন সম্পর্কে একেক জনের চিন্তা-ভাবনা, অভিব্যক্তি একেক রকম। আমার জন্যও ব্যতিক্রম কিছুনা। আমার কাছে জীবনের মানেটা কিছুটা এইরকম- ""জীবন মানে যুদ্ধ, যদি তুমি লড়তে পারো। জীবন মানে সংগ্রাম, যদি তুমি করতে পারো। জীবন মানে খেলা, যদি তুমি খেলতে পারো। জীবন মানে স্বপ্ন, যদি তুমি গড়তে পারো। জীবন মানে কষ্ট, যদি তুমি সইতে না পারো। জীবন মানে স্তব্ধতা, যদি তুমি বলতে না পারো। জীবন মানে হারিয়ে যাওয়া, যদি তুমি ধরে রাখতে না পারো। জীবন মানে ভালোবাসা, যদি তুমি বাসতে পারো। জীবন মানে জীবন, যদি তুমি বুঝতে পারো।"" তবুও প্রশ্ন থেকেই যায়-- জীবন মানে কি?
জীবন মানে যুদ্ধ। জীবন মানে হাসি-কান্না। জীবন মানে পাগালামী করা। জীবন মানে বার বার আশাহত হয়েও আশায় বুক বাধা। জীবন মানে মেঘলা আকাশে ছবি আকা। জীবন মানে ক্ষিধার জ্বালায় জ্বলতে জ্বলতেও পাশের রাস্তায় পরে থাকা মানুষটাকে পেট ভরে খাওয়ানা। জীবন মানে এক টুকরা হাসি। জীবন মানে ভোরের শিশির। জীবন মানে একটা আন্দোলন। জীবন মানে মাকে জড়িয়ে একটু কান্না। জীবন মানে নিজের সন্তানের হাসিতে হাসা। জীবন মানে অনেক অনেক কিছু। জীবন মানে বেঁচে থাকা।
জীবন মানে একটি সমাধান প্রত্যাশী অংক।সবাই সমাধান এর জন্য অংক কষে যে যার মত। কেউ সরল অংক কষে,কেউ জটিল ।