বন্দি শহিদুলের সেই ছবিটি পেলো আন্তর্জাতিক পুরস্কার

in #life6 years ago

sahidul.jpg

আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলম, তার বন্দি একটি মুহূর্ত ধারণ করেই এই পুরস্কার জিতলেন শুভ্র কান্তি দাস। শহীদুল আলম ছবি তুলে প্রশংসা কুড়িয়েছেন। পেয়েছেন অনেক আন্তজার্তিক পুরস্কারও। এবার সেই আলোকচিত্রীকে ধারণ করেই আন্তজার্তিক পুরস্কার জিতলেন আরেক বাংলাদেশি আলোকচিত্রী।

সেখানে শহিদুল আলম উপর তোলা ছবিটির পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ফ্রান্স ও বেলজিয়ামের একটি করে ছবি।

Screenshot (50).png

৬ আগস্ট আদালত থেকে নিয়ে যাওয়ার পথে গণমাধ্যমের সঙ্গে যখন কথা বলছিলেন শহীদুল আলম, ঠিক সেই মুহুর্তে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য তার মুখ চেপে ধরে। সেই ছবিটিই তুলেন শুভ্র কান্তি দাস। দেশের বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমেও ছবিটি ভাইরাল হয়। এই ছবিটিই সাধারন সংবাদ ক্যাটাগরিতে ‘ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এ্যওয়ার্ড (আইপিএ) জিতে নেয়।

পুলিশ বলেছেন, আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের ‘উস্কানিমূলক’ বক্তব্য প্রদানের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ‘উস্কানিমূলক’ বক্তব্য প্রদানের অভিযোগে ৫ আগস্ট শহিদুল আলককে ধানমন্ডির নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে সাতদিনের রিমান্ডে শেষে ১২ আগস্ট কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপর বিভিন্ন সময় তার জামিন আবেদন করলেও তা নামঞ্জুর হয়। এমনকি এখনও তিনি জামিন পাননি।

এরই মধ্যে শহিদুল আলমের মুক্তির সমথর্নে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, নোয়াম চমস্কি, অরুন্ধতী রায়সহ খ্যাতিমান একাধিক লেখক-বুদ্ধিজীবি বিবৃতি দেন। এমনকি পেন ইন্টারন্যাশনালসহ একাধিক সংগঠনও তার পক্ষে দিয়েছেন বিবৃতি।

আইপে’র লিংক : https://www.photoawards.com/winner/

Sort:  

This post has received a 3.13 % upvote from @drotto thanks to: @yabdullah.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62622.35
ETH 2442.15
USDT 1.00
SBD 2.64