বিবাহ বিচ্ছেদ

in #life6 years ago

সবাই স্বপ্ন দেখে সুখে শান্তিতে সংসার করে জীবন পরিচালনা করতে। কয়জনের কপালেই তা জুটে? বিয়ে করলাম সুখের আশে দুঃখ আমায় দিলো ! উকি কিছু কথা না বললে হয়তো তা অলেখিত হয়ে রবে। কেউ ই জানবে না সত্যিটা........ FB_IMG_15538327208291679.jpg
বশিকরন করাটা আসলে একটি মানুষকে ৬০% আয়ক্ত করা সম্ভব। ঠিক তেমনি ভাবে ফকির দিয়ে আমাকে আয়ক্ত করেছিলো পরিপূর্নভাবে আয়ক্ত করার জন্য আমাকে বলা হয়েছিলো তোমার কসার রোগ এটির জন্য পূর্নিমার রাতে আসতে হবে দুধ, পায়রা ও লাল গামছা। যাইহোক আসলে এমন কোনো অসুখ ই আমার ছিলো না। আমি মুড়ি আর মিস্টে খেয়েই তাদের অধিনস্ত হয়েগেছি। বাবা মার কথা বিষাদময় লাগে নিজ বাড়ি নয় শুশুর বাড়িই আমার মধুর হারি লাগে।যে আমি মা বাবার সাথে কথা না বল্লে ভালোই লাগতো না এখন মা বাবাকে দেখতেই পারি না কিন্ত কেনো?FB_IMG_15538330686132271.jpg
ছোট্রবোনটি তো আমার হৃদপৃন্ড কিন্ত কি হলো ওরেও দেখতে পারি না!আবার বাইরের লোকজন এসে আমার বাবা মাকে যেই বিষয়ের উপর অভিযোগ করে বকা বাজি করেছে সেটার ও প্রতিবাদ করতে পারি না অর্থচ্য সবকিছুই আমি দিয়ে দিয়েছি আবার তাদের সাথে আমি চলেও যাই সেই দিন আমার কোনো হিতাহিত ঙ্গান ছিলো না। এক পর্যায়ে জানতে পারে আমার মা আমাকে বশিকরন করেছে পরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হই। এবং ফকিরকে বাড়ি থেকে মুতালেবখান নিয়া এনে জিঙ্গাসা করেন। ফকির কিছুটা স্বীকার করেন। তার পর চুরান্ত সিগ্ধান্ত উপনিত হই তালাক.... হ্যা আমার প্রশ্বের সৎ উক্তর না দিতে পারলে তালাক দিবো যথার্থ তারা এ বিষয়ে এড়িয়ে যায়। এবং লাস্ট পর্যন্ত এই সিগ্ধান্তে রূপান্তরিত হয় যে আমাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না তবুও তার মেয়েকে রাখতে হবে। কথা হচ্ছে কাকে নিয়া সংসার করবো সে তো আমার বিশ্বাসকে হত্যা করেছে গলাটিপে। এর পর তালাক দেই তাকে পরে জানতে পারি ওর দাদা দাদির কাছে তার ছেলেকেও বশিকরন করেছে আমার শাশুড়ি।
IMG20181231104725.jpg

বিস্তারিত জানতে পারলাম তাদের ঘটনাটা অনেক বিচার শালিসির পর তারা তাদের ছেলেকে ছিনিয়ে নিতে সক্ষম হয় যেমনটা আমার ক্ষেত্রেও শুরু করছিলো বিয়ে হয়েছে ১ মাস যাবৎ বিচার হইছে ৫ বার যার কোনো ভিক্তি নাই। আমার মা তার মেয়েকে জ্বালাইছে? না! আমি তাকে মারছি? সেটাও না! আমার ফ্যামেলির কোনো সদস্য তাকে কষ্ট দিছে বা কিছু বলে তা ও না। শুধুইপ্রহসন আমার ফ্যামেলি থেকে আলাদা করার। আমাকে আমার বউ বলে তোমার ছোট্র ভাই তোমাকে মারবে? ওই আজাইরা খায় কেন? ও নষ্ট ছেলে! ইত্যাদি যেটি আসলে সম্পর্ন মিথ্যা কথা। অবশেষে সামসুল কাকার তদাকরিতে ভেজাল থেকে মুক্ত পাই।FB_IMG_15538329127047832.jpg

Sort:  

You just received a 30.41% upvote from @honestbot, courtesy of @bangladesh71!
WaveSmall.gif

You got a 33.33% upvote from @whalepromobot courtesy of @bangladesh71!

This post has received a $33.33 % upvote from @siditech thanks to: @bangladesh71.
Here's a banana! banana-small.png

Congratulations @wanted80! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 50 upvotes. Your next target is to reach 100 upvotes.

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!

You got a 71.43% upvote from @bid4joy courtesy of @bangladesh71!

You got a 69.09% upvote from @spydo courtesy of @bangladesh71! We offer 100% Payout and Curation.

This post has received a 3.13 % upvote from @drotto thanks to: @wanted80.

This post has received a 41.67% upvote from @lovejuice thanks to @bangladesh71. They love you, so does Aggroed. Please be sure to vote for Witnesses at https://steemit.com/~witnesses.

You got a 22.13% upvote from @joeparys! Thank you for your support of our services. To continue your support, please follow and delegate Steem power to @joeparys for daily steem and steem dollar payouts!

You got a 28.57% upvote from @whalecreator courtesy of @bangladesh71! Delegate your Steem Power to earn 100% payouts.

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.041
BTC 97835.70
ETH 3622.57
USDT 1.00
SBD 3.25