সম্ভবত, বুড়ো বয়সে পৌঁছে আপনি ৭টি জিনিস নিয়ে আক্ষেপ করবেন।

in #life7 years ago (edited)

old man.jpg

১। নিয়মিত ব্যায়াম করেননি।
২। অস্বাস্থ্যকর খাবার খেয়েছেন।
৩। কুরআন বুঝে পড়েননি।
৪। আপনার বাবা-মায়ের প্রতি কর্তব্যগুলো করেননি।
৫। সন্তানদের সুশিক্ষা দেননি।
৬। অনেকগুলো ভালো কাজ করার সুযোগ হাতছাড়া করেছেন।
৭। চিন্তাভাবনাগুলো সবই দুনিয়াকে কেন্দ্র করে ছিল, আখিরাত নয়।

এখন আপনি যেসবের জন্য অনেক কষ্ট করছেন একদিন সেগুলোর জন্যই অনুতাপ করতে হবে।

কী দরকার ?

এখন নিজেকে বদলে ফেলুন। শুধু শেষ বয়সে নয়, আখিরাতেও খুশি থাকুন।

  • Muslim Events

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.22
JST 0.036
BTC 100341.51
ETH 3189.18
SBD 4.94