ইসলামিক নৈতিকতা

in #life7 years ago

আপনার স্ত্রী, আপনাকে
প্রানের চেয়ে বেশি ভালোবাসে,
রাত ১০টায় আপনি মারা গেলেন,
কবর দিবে বাদ যোহর, কেউ যদি
আপনার স্ত্রীকে এসে বলে, কবর
দিতেতো অনেক দেরি হবে, এখন অনেক
রাত হয়েছে, আমরা সবাই একটু
ঘুমিয়ে আসি, সকালে দেখা হবে,,,
আর লাশ এখন বিছানাতেই থাকুক, আর
আপনিও ঘুমিয়ে থাকুন, আর এইটাতো
আপনাদেরি বিছানা, আমরা গেলাম,
আপনি ঘুমিয়ে যান, আপনার
মোহাব্বতের স্ত্রী কি আপনার
সাথে আর ঘুমাবে...?? না কখনোই না,
যত মোহাব্বত করুক না কেন! আপনি
এখন লাশ, আপনার
চ্যাপ্টারক্লোজ।
এবার ভেবে দেখুন, সারা জীবনে
তাদের জন্য কতোকিছুই করেছেন,
কিন্তু আজকে আপনি তাদের কাছে, সেই
পুর্বের আপনি না, আপনি এখন লাশ,
তাহলে কার জন্য ব্যয় করলেন
জীবনের মূল্যবান সময় গুলি!
যারা আপনার মৃত্যুর পরে আর কাজে
আসবেনা, বজ্রপাতের আওয়াজ হলে,
ভয়ে চিৎকার দিয়ে আপনার বুকের
পাজর আঁকড়ে ধরে মিশে যেত, আপনাকে
জড়িয়ে ধরার পরে তার ভয়
কাটতো, আজ আপনি মরার পরে,
আপনার
সাথে থাকবেনা কেন, কারণ আপনাকে
এখন
সে ভয় পায়, কারণ শুধু একটাই, আপনি
এখন লাশ।
মানুষ সবচেয়ে অসহায় হবে কখন
জানেন কি...? যেখানে ঘোর অন্ধকার,
সেখানে নাই আলো বাতাস, নাই
বেরিয়ে যাওয়ার কোন পথ, যেখানে
আপনার গায়ের উপরে দিয়ে
বিষাক্ত বিচ্ছু,বিষাক্ত সাপ
বেয়ে যাবে অনবরত, যেখানে আপনার
চোখের সামনে দেখবেন, বিরাট লম্বা
এক সাপ, আপনার নাকের ছিদ্র দিয়ে
প্রবেশ করছে, কান দিয়ে বের হচ্ছে,
আপনার হাতে তখন কোন ক্ষমতা
থাকবেনা চুল পরিমাণ নাড়ানোর,
ধারালো
দাঁতওয়ালা বড় বড় পোকা আপনার
পেট কামড়ে নাড়ি ভুঁড়ি বের করে
খাচ্ছে, আপনার চোখে কামড়ে ধরে
টেনে হেচরে, একটা চোখ খুলে ফেলেছে,
যেখানে গলা ফাটিয়ে চিৎকার করলে ও
কেউ শুনবে না, কেউ বাঁচাতে আসবেনা,
সেই জায়গার নাম হল (কবর )।
রোদ আর বৃষ্টি থেকে রক্ষা
পাওয়ার জন্য ছাদ কিংবা টিনের
চালা লাগাতে হয়, চোর ডাকাতের
ভয়ে দরজা জানালা বানাতে হয়,
অঙ্গ ঢাকার জন্য কাপড় পরিধান
করতে হয়, বাইক চালানোর সময়
মাথার সুরক্ষার জন্য হেলমেট
পরতে হয়, ক্ষণস্থায়ী
দুনিয়াতে অল্পকিছু সময় বসবাস
করার জন্য, আমার যে কত কিছু করি,
দুনিয়া ক্ষনস্থায়ী এই কথা
সবাই জানে, তবু আমরা এই
ক্ষণস্থায়ী সুখশান্তির জন্য,
জীবনের মূল্যবান সময় নষ্ট
করি।
তাই আমাদের ঈমান ও আমল,
জাহান্নামের আযাব থেকে আমাদেরকে
রক্ষা করার জন্য ঢাল তলোয়ার
হিসেবে কাজে লাগবে! তাকেই সবচেয়ে
বেশি ভালবাসুন, যাকে ভালবাসলে
আখিরাতে তার বিনিময়ে পাওয়া
যাবে জান্নাত। হ্যাঁ দুনিয়ার
প্রয়োজন আছে, কিন্তু সেটা হওয়া
উচিৎ আখেরাতের জন্য সঞ্চয়
হিসেবে। আল্লাহতালা আমাদের
সঠিক বুঝ দান করুন। আমিন.........

.
Image: pixabay

Sort:  

Congratulations @shohana! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of upvotes

Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here

If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

By upvoting this notification, you can help all Steemit users. Learn how here!

thanks so much :)

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.23
JST 0.038
BTC 104229.43
ETH 3217.74
SBD 5.54