নামাজ কায়েম করুন

in #life7 years ago


যারা নামায পড়ে না তাদের জন্য আল্লাহ্ পাক
পনেরটি আজাব নির্দিষ্ট করে রেখেছেন।


পনেরটি আজাবের মধ্যে ছয়টি দুনিয়াতে, তিনটি
মৃত্যুর সময়, তিনটি কবরে, তিনটি হাশরে দেয়া হইবে।


দুনিয়াতে ছয়টি আযাব

১, তাহার জীবনে কোনরূপ বরকত হইবেনা।
২, আল্লাহ্ তার চেহারা হইতে নেক লোকের
চিহ্ন উঠাইয়া লইবেন।
৩, যে যাহা কিছু নেক কাজ করবে, তাহার
ছওয়াব পাইবেনা।
৪, তাহার দোয়া আল্লাহ্ পাকের নিকট কবুল
হইবে না।
৫, আল্লাহ্ পাকের সমস্ত ফেরেশতা তাহার উপর
অসন্তুষ্ট থাকবে।
৬, ইসলামের মূল্যবান নেয়ামত সমূহ হইতে বঞ্চিত করা
হইবে।

মৃত্যুর সময় আজাব তিনটিঃ

১, অত্যন্ত দুর্দশাগ্রস্ত হইয়া মৃতু্যবরণ করিবে।
২, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু বরন করিবে।
৩, মৃত্যুকালে তাহার এত পিপাসা পাইবে যে,
তাহার ইচ্ছা হইবে দুনিয়ার সমস্ত পানি পান
করিয়া ফেলিতে।

কবরের মধ্যে তিনটি আজাবঃ

১, তাহার কবর এমন সংকীর্ণ হবে যে তাহার এক
পাশের হাড় অপর পাশের হাড়ের সংগে মিলিত
হইয়া চূর্ণবিচূর্ণ হইয়া যাইবে।
২, তাহার কবরে, দিনরাত্রি সবসময় আগুন
জ্বালাইয়া রাখা হবে।
৩, আল্লাহ্ তাহার কবরে একজন আজাবের
ফেরেশ্তা নিযুক্ত করিবেন। তাহার হাতে
লোহার মুগুর থাকবে। সে মৃত ব্যক্তিকে বলতে
থাকবে যে, দুনিয়ায় কেন নামায পড় নাই। আজ
তাহার ফল ভোগ কর। এই বলিয়া ফজর নামায না
পড়ার জন্য ফজর হইতে জোহর পর্যন্ত, জোহর
নামাযের জন্য জোহর থেকে আছর পর্যন্ত,
আছরের নামাযের জন্য আছর থেকে মাগরিব
পর্যন্ত, মাগরিবের নামাযের জন্য মাগরিব হইতে
এশা পর্যন্ত এবং এশার নামাযের জন্য এশা
হইতে ফজর পর্যন্ত লোহার মুগুর দ্বারা আঘাত
করতে থাকবে। প্রত্যেক বার আঘাতের সময়
বজ্রপাতের মত শব্দ হইবে এবং শরীর চূর্ণবিচূর্ণ
হইয়া পঞ্চাশ গজ মাটির নিচে চলিয়া যাইবে।
সেই ফেরেশ্তা পুনরায় তাহাকে জীবিত করিয়া
হাড় মাংস এক করিয়া আবার আঘাত করিতে
থাকিবে। এই ভাবে কিয়ামত পর্যন্ত লোহার মুগুর
দিয়া তাহাকে আঘাত করতে থাকবে।

হাশরের মাঠে তিনটি আজাবঃ

১, একজন ফেরেশতা তাকে পা উপরের দিকে
এবং মাথা নিচের দিকে অবস্থায় হাশরের
মাঠে লইয়া যাইবে। আল্লাহ পাক তাহাকে
অনুগ্রহের দৃষ্টিতে দেখবেন না। সে চির কালের
জন্য দোযখী হইয়া নিজের কৃতকর্মের ফল ভোগ
করতে থাকবে।
নবী করিম (সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)
বলেছেন, আমার উম্মতের মধ্যে আট শ্রেণীর
লোকের উপর কিয়ামতের দিন আল্লাহ পাক
অসন্তুষ্ট থাকবেন। তাহাদের মুখের আকৃতি
অত্যন্ত কুশ্রী ও ভীষণাকার হইবে। হাশরের
মাঠে প্রত্যেক ব্যক্তি তাহাদিগকে দেখিয়া
ঘৃণা করিবে।
এই কথা শুনার পরে সাহাবাগণ জিজ্ঞাসা
করলেন, ইয়া রাসূলুল্লাহ! সে সমস্ত লোক
কাহারা?
নবী করীম (সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)
বললেন —১, জ্বেনা-কারী ২, অবি-চারক বাদশাহ্
বা হাকিম। ৩, মাতা-পিতার অবাধ্য সন্তান। ৪,
সুদখোর ৫, পর-নিন্দাকারী ৬, অন্যায়কারী এবং
অত্যাচারী ৭, মিথ্যা সাক্ষীদাতা। ৮ বে-
নামাযী।
ইহাদের মধ্যে বে-নামাযীর শাস্তিই বেশী
হইবে। বে-নামাযীকে আগুনের পোশাক পড়াইয়া
শিকলে বাঁধিয়া আগুনের কোড়া মারতে
থাকবে। বেহেশত তাহাকে বলতে থাকবে তুমি
আমার দিকে অগ্রসর হইওনা। দোযখ তাহাকে
বলবে আমি তোমার জন্যই অপেক্ষা করছি।
তোমার দ্বারা আমার পেটের ক্ষুধা নিবারণ
করব। এই বলিয়া দোযখ তাহার জিহ্বা বাড়াইয়া
ভিতরে নিয়া যাইবে।
নবী করীম (সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)
বলেছেন, জাহান্নাম দোযখের মধ্যে লমলম
নামে একটি কুপ আছে। উহা অসংখ্য সাপ
বিচ্ছুতে ভর্তি। প্রত্যেকটা সাপ একটি পাড়ের
সমতুল্য এবং একটা বিচ্ছু হাতির সমতুল্য হইবে।
সেই সমস্ত সাপ বিচ্ছু সব সময় বে-নামাযীকে
কামড়াইতে থাকিবে, একবার কামরাইলে সত্তর
বৎসর পর্যন্ত তাহার যন্ত্রনা থাকিবে এবং
কাহারও মৃত্যু হইবে না।
আল্লাহু আকবার!!!
কি ভয়ংকর!!!
হে আল্লাহ, আমাদের সবাইকে পাঁচওয়াক্ত
নামাজ যথাযথভাবে আদায় করার তাওফিক দান
করুন আর আমাদের সবাইকে এইসব ভয়ংকর আজাব
থেকে রক্ষা করুন, এবং আমাদের সবাইকে বিনা
হিসাবে জান্নাত নসীব করুন.........

Sort:  

مادة جميلة جدا

this is not arabic. its bangla

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.23
JST 0.038
BTC 104229.43
ETH 3217.74
SBD 5.54