কার্ধক্য মানব জীব‌নের একটা চরম সময় যা মানু‌কে দু‌চিন্তাগ্রস্থ ক‌রে‌ তো‌লে।

in #life7 years ago

mmmmmmm.jpgবার্ধক্য সম্প‌র্কে তেমন কোন ধারনাই থা‌কেনা বয়স যখন ১৮। অ‌নেকটা অাড্ডা ও অান‌ন্দের মা‌ঝে কেটে যায় ৩০ বছর পর্যন্ত । হঠাৎ অাড্ডার ছ‌লেই ম‌নে করা হয় বার্ধক্য‌কে।

সন্তান অার সংসা‌রের মা‌ঝে ডু‌বে থাকায় প‌রের ১৫থে‌কে ২০ বছর । হঠাৎ অায়নার সাম‌নে নি‌জে‌কে অ‌নেকটা অপ‌রি‌চিত ম‌নে হয় । কারন চুল গু‌লো হয়‌তো প‌ড়ে গে‌ছে নতুবা সাদা হ‌য়ে গে‌ছে ।‌চিন্তা অ‌নেকটা অাকাশ ছোয়া।

হঠাৎ চা‌য়ের দোকা‌নে বস‌লে যুবক ছে‌লে গু‌লো উঠে চ‌লে যায় । তখন অার বুঝ‌তে বা‌কি থা‌কে না যে, অাড্ডা দেওয়ার বয়স হা‌রি‌য়ে ফেলে‌ছি।বড্ড একা একা ম‌নে হয়।ক‌য়েক‌দিন পর পর ই প‌রি‌চিত বন্ধু স্বজন‌দের মৃত্যুর খবর শু‌নে নি‌জে‌কে নি‌য়ে বড্ড বে‌শি চিন্তা হয়। বু‌ঝে‌ছি সময় বু‌ঝি ফু‌রি‌য়ে এসে‌ছে।এই তো জীবন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 97817.79
ETH 3421.47
USDT 1.00
SBD 3.12