হারিয়ে যেতে না মানা

in #lifelast year

হারিয়ে যেতে না মানা
কলমে: টিপু মোঃ শহীদুল ইসলাম
পথহারা পথিক আমি
পথে নেমেছি,
জানি না কোন ঠিকানায়
চলেছি আমি
নেই কোনো গন্ত্যব
কোথায় যেন পাই না খুজে
নিজেকে হারিয়ে,
আপন মনে ঘুরে বেড়াই
নেই কোনো বালাই
পথহারা পথিক আমি
সবাই আমার অচেনা
কিন্তু প্রকৃতি চিনেছে
নিয়েছে আপন করে,
এই আকাশ -বাতাস, সাগর -নদী
গাছ-পালা, এরাই তো সবাই
আমার প্রিয়জন
তাই তো তাদের সাথে
কথা বলি মন চায়
যখন তখন।
ভালবেসে ছিলাম একদিন
কাউকে,
ভেবেছি অনেক তাকে নিয়ে
তারে বিনে আজ এই জীবন
মনে হয় যেন মরুভূমি,
তাই তো আজ তোমাকে হারিয়ে
পথে নেমেছি,
বহু দূর দূরান্তে হারিয়ে যাব
প্রকৃতির মাঝে।

Coin Marketplace

STEEM 0.34
TRX 0.27
JST 0.041
BTC 98270.06
ETH 3630.84
SBD 3.56