ধুলোময় জীবনক্ষন.!!
ধুলোময় জীবনক্ষন
আমি প্রায় সময়ই মাটিতে বসে থাকি
কারন আমি আমার যোগ্যতাতেই খুশি★
আমি সমুদ্রের মাঝ থেকে শিখেছি বেঁচে থাকার নিয়ম
চুপচাপ বয়ে যাওয়া আর নিজের মধ্যেই নিজে খুশি থাকা★
এমন নয় যে,, আমার মাঝে কোনো ত্রুটি নেই
কিন্তুু সত্যি বলছি,,আমার মাঝে কোনো প্রতারনা নেই★
শত্রুরা হিংসে করে আমার চিন্তা-ধারাকে
কেননা,, অভ্যাসগত কারনে,,
না আমি ভালোবাসা পাল্টাই-- আর না বন্ধু পাল্টাই★
একটা ঘড়ি কিনে হাতে কি দিলাম!!
এখন সময় শুধু ধাওয়া করেই যাচ্ছে আমাকে★
ভেবেছিলাম,,,,
সুখের একটা সংসার গড়ে সংসারি হবো,,
কিন্তুু সংসারের প্রয়জন মেটাতে মেটাতে
আজ সংসারহীন পথচারীর ন্যায় পথ পাড়ি দিতে হয় প্রতিনিয়ত★
সুখের কথা আর বলিস না বন্ধুরা
ছোট্ট বেলার সে শুক্রবার যে এখন আর আসে না★
শখ তো বাবা-মা এর টাকায় পূরন হয়
নিজের টাকায় তো শুধু প্রয়জনটুকুই মেটানো যায়★
জীবনে চলার পথে-----
কেনো যে সময়ের সাথে সাথে সব রঙ হারিয়ে যায়!!
হাসি খেলা ভরা জীবনও খুব সামান্য হয়ে যায়★
এমনও সময় ছিলো যখন হাসি খুশি মুখে সকাল হতো
আর এখন!! প্রায়ই হাসি ছাড়াই সন্ধ্যা হয়ে যায়★
কত দূর চলে এসেছি--
সম্পর্কের দায়িত্ব পালন করতে করতে
অন্যের মন জোগাতে জোগাতে
নিজের আত্নশুদ্ধি মনকেই যেনো হারিয়ে ফেলেছি★
সবাই বলে আমি নাকি অনেক হাসি!!
আর আমি ক্লান্ত-- কষ্টকে আড়াল করতে করতে★
ভালো আছি-----
আর সবাইকে ভালো রাখার চেষ্টায় থাকি
বেখেয়ালি আমি---
তবু সবার খেয়াল রাখার চেষ্টা করি★
আমি জানি আমার কোনো মূল্য নই
তারপরেও,, কিছু মূল্যবান মানুষের সাথে বন্ধুত্ব রাখি--★
আমি প্রায় সময়ই মাটিতে বসে থাকি --
কেননা, আমি আমার যোগ্যতাতেই খুশি★