কষ্ট

in #life7 years ago (edited)

ভাবিনিতো কোনদিন
তোমাকে নিয়ে এমনি করে একদিন’
লেখা হবে কোন এক কবিতা!
যে কবিতার নাম হবে কষ্ঠ!
বুঝিনিতো কোনদিন,
তোমাকে ভেবে ভেবে এমনি করে
হবে আমার আহার নিদ্রা নষ্ট।
জানিনা কখন কোনদিন,
অবসান হবে আমার এই কষ্ঠ!
হয়তবা কোন একদিন,
তোমাকে পাওয়াতেই একান্ত আপন করে
কোন এক নির্জনতায়,
যেখানে থাকব শুধু তুমি আর আমি
আর কেউ নয়।
তখনি হবে বুঝি সমাপন
আমাদের সকল দুঃখ, বেদনা আর কষ্ঠ।
R-4273264-1360358821-6190.jpeg.jpg

Sort:  

আমার একটি হৃদয় স্পর্শী কবিতা
কবিতাটি পাঠ করে কবিতাটি সম্পর্কে দয়া করে
Resteem it প্লিজ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 97949.13
ETH 2758.09
USDT 1.00
SBD 2.97