ক্যারিয়ার গড়ে তোলার মূল মন্ত্র
ছাত্রজীবন থাকা অবস্থায় বা তা পাড় হবার পর আমরা সকলেই কম বেশি ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকি । আমাদের মধ্যে আনেকেই আছেন যারা পরাশুনা শেষ করে বাপের হোটেলে খাচ্ছেন । তাদের কিই বা উপায় ? চাকরির জন্য হন্যে হয়ে ঘুড়েও প্রত্যাশা অনুযায়ি একটা জব পাওয়া যায় না।তাই আমরা সবাই ক্যারিয়ার বেছে নেওয়ার বিষয়ে খুব উদ্বেগ হয়ে পড়ি।
এমন উদ্বেগের কারনে আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি । এর ফলপ্রসূ হিসেবে দেখা যায় আমরা আমাদের ক্যারিয়ারের লক্ষ্য, জীবনের লক্ষ্য, অর্থনৈতিক লক্ষ্য নিয়ে খুব চিন্তিত এবং বিষণ্ণতার মধ্য় দিয়ে জীবনযাপন করি।এসকল বিষণ্ণতার বা ভয়ের মূল কারন হচ্ছে আমাদের কাছে আমাদের লক্ষ্য স্বচ্ছ নয়। যখন আমাদের কাছে আমাদের লক্ষ্য স্বচ্ছ হবে তখন এসকল ভয়ের পাত্তা থাকবে না আমাদের জীবনে । স্বচ্ছ লক্ষ্য নির্ধারণ করার কিছু নির্দিষ্ট এবং জরুরি ধাপ রয়েছে । আজ আমরা সেসকল ধাপ নিয়ে আলোচনা করব।
আমাদের একনম্বর ধাপ হবে জীবনের লক্ষ্য নির্ধারন করা। আপনার জীবনের লক্ষ্য কি? আপনি কি হতে চান ? বিশ, তিরিশ, চল্লিশ বছর পর আপনি নিজেকে কোন স্থানে দেখতে চান সে নির্ধারন করে ফেলুন আজই । আপনি আপনার লক্ষ্য গুলোকে ভাগ করে রাখতে পারেন যেমনঃ ক্যারিয়ারের লক্ষ্য , অর্থনৈতিক লক্ষ্য, শিক্ষা অর্জনের লক্ষ্য , পারিবারিক জীবনের লক্ষ্য ইত্যাদি ।জীবনের বিভিন্ন দিকের লক্ষ্য নির্ধারণের জন্য বিশ্লেষণ করতে হবে।
লক্ষ্য নির্ধারনের সময় নিজের মনকে বেশি প্রাধান্য দিতে হবে, পরিবার বা সমাজ কি চাচ্ছে সেটার দিকে নজর দেওয়া যাবে না।জীবনটা যেহেতু আপনার তাই জীবনের সব মুল্যবান সিদ্ধান্ত গুলো আপনাকেই নিতে হবে। আপনার সিদ্ধান্তের ফল আপনাকেই ভোগ করতে হবে, সেটা ভালো হোক আর খারাপ হোক।
বাংলায় লিখে, আমাদের কমিনিটি কে সমৃদ্ধ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পোষ্টা পরলাম ভাল লাগল। আশা করছি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর লিখা পরতে পারব। আমরা চাইলে একে অপরের আরও কাজে লাগতে পারি। জাযাকাল্লাহ খ্যরান ( আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন)
hardwork is key of success
You got a 51.70% upvote from @upme thanks to @rishan! Send at least 3 SBD or 3 STEEM to get upvote for next round. Delegate STEEM POWER and start earning 100% daily payouts ( no commission ).
Very much true. Nice work bro, it may help our community for sure. I appreciate you for your such great work. Keep it up.
Thanks @jariman
This is an advertised post
The author of this post or one of his supporters has used one or more paid services to promote this post. This post's valuation and number of upvotes does not represent human curation. This means this post's valuation does not represent community appreciation and should be viewed as advertised content.
If you are new to these services please be warned that bid voting is a huge gamble with little return on investment if not utilized right and might also lead to a net loss.
If you like this service please update this comment for visibility and to support paying for the server costs.