শিমুলগঞ্জের অদ্ভুত রহস্যsteemCreated with Sketch.

in #lifelast year

ছোট বাচ্চাদের অনেক প্রিয় একটি জিনিস হচ্ছে কার্টুন। ছোট বাচ্চারা সব কার্টুন দেখতে পছন্দ করে থাকে। আমি ছোটবেলা সময়টায় ছিলো ডিশের লাইন ছিলো না৷ তখন বিটিভিতে কিছু কার্টুন দেখানো হইতো। তবে প্রত্যেকদিন দেখানো হইতো না। সপ্তাহের কয়েকটা দিন সেইগুলো কার্টুন দেখানো হাইতো। বর্তমানে সনি আট নামে একটি চ্যানেল আছে সেখানে কিছু বাংলা কার্টুন দেখানো হয় এর মধ্যে নাট বল্টু ও গোপাল ভার অন্যতম৷

আমার ছোট বেলায় প্রায় প্রত্যেকটি কার্টুনই ভালো লাগতো। তবে আমার ছোটবেলায় টম এন্ড জেরি এবং পাপাই কার্টুন বেশি ভালো লাগতো৷ পাপাই কার্টুনটি ২০০০ সালের ওইদিকে দেখানো হতো। আমি ছোটবেলায় মিনা কার্টুনও অনেক দেখেছি। মিনা কার্টুনে অনেক শিক্ষনীয় ব্যাপার দেখানো হইতো৷

বর্তমানে আমি ইউটিউবে সময় পেলে গোপাল ভাড় কার্টুনটি বেশি দেখি। তবে অন্যান্য সময় হাডরর কার্টুন গুলোও দেখে থাকি। যেমন প্রতি শুক্রবারে একটি চ্যানেল তারা কার্টুন ছাড়েন৷ তাদের কার্টুন গুলো আমার দেখতে অনেক ভালো লাগে। প্রায় প্রত্যেক শুক্রবার নামাজের পর তারা কার্টুন ছেড়ে থাকেন।

আজকের কার্টুনটির নাম ছিল শিমুলগঞ্জের অদ্ভুত রহস্য।

20231027_194028.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98431.01
ETH 3374.12
USDT 1.00
SBD 3.04