Meaning of life.....**

in #life7 years ago

আমার বৈরাগী মন তোমার নামে লিখে দিব,
সমস্ত ঋণ মিটিয়ে দিব,বেচে দেবো স্বপ্ন।
এক-ফালি চাঁদ নয়নপানে রেখে যাবো,
আজ আমি বিক্রি হবো সময়ের কাছে
শুধু স্মৃতি গুলো থেকে যাবে হৃদয় মাঝে,
বিরহ গুলো রঙীন হচ্ছে সাদা-কালো খামে।
সেই চিরচেনা শহরের রূপ গুলো অচেনা মনে হচ্ছে,
যে চোখের দিকে তাকালে হৃদয় জুড়ে কম্পন সৃষ্টি হয়।
সেই চোখ এখন লজ্জাবতীর মত নিঃশ্চুপ,
মায়া নেই,ভালবাসা নেই,
হ্যামিলিয়নের বাঁশির করুন সুর বাজে শহর জুড়ে।

নিন্দুক তুমি নিন্দা কর মোর নামে।
তাকাবার সময় নেই তোমারও পানে।
সময় যে ছুটে চলে অাপন মনে।
কখনো অতীত পিছু টানে,
কখনো বা অানে সম্মুখ পানে।
কখনো ঘুম ভাঙ্গে অাযান কিংবা পাখির গানে।
সে থেকে পথ চলা সম্মুখ পানে,
বেলা শেষে সবকিছু অাবার গৃহ পানে টানে।
হেলতে, দুলতে সময় যে গেল ফুরিয়ে।
সময় তো পেলাম না ফিরে থাকাতাম চেয়ে।
অাসলে অামিও জানি না জীবনের মানে?

Sort:  

good post dear.thanks a lot

This comment has received a 0.48 % upvote from @booster thanks to: @prince60.

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.038
BTC 104600.22
ETH 3329.87
SBD 4.09