ভয়াবহ বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার টিপস
এখন বাংলাদেশের চারিদিকে হচ্ছে কালবৈশাখী ঝড়। নিয়মিত ঘর বাড়ি, ফসল এবং স্থাপনা নস্ট হয়ে যাচ্ছে এই ঝড়ের মাধ্যমে। প্রচুর বাতাস, কালো মেঘ এবং ঝড় এখন বাংলাদেশের নিয়মিত আবহাওয়া। এর মাধ্যমে নিয়মিত হচ্ছে মেঘের গর্জন। আর যখন মেঘের গর্জন হচ্ছে তখন হচ্ছে বজ্রপাত। আর এই বজ্রপাতে প্রতিনিয়ত নিহত হচ্ছে মানুষ ও পশুপাখি। কিছু টিপস আপনি অবলম্বন করলে আপনি রক্ষা পাবেন ভয়াবহ বজ্রপাত থেকে। নিচের চিত্রটি ভাল ভালে খেয়াল করুন এবং মেনে চলুন। এই কালবৈশাখী ঝড়ের সময় টিপসগুলো কাজে লাগবে: