মাছরাঙ্গা পাখিsteemCreated with Sketch.

in #lifelast year

মাছরাঙ্গা পাখি আমরা কমবেশি সবাই দেখেছি মাছরাঙ্গা পাখি সাধারণত মাছ খেয়ে থাকে তারা সব সময় জলের ধারে থাকে মাছরাঙ্গা পাখি অনেক সময় দেখা যায় জলের আশে পাশে থাকতে। মাছরাঙ্গা পাখি অতটা বড় হয় না তোমার সঙ্গে বাকি সব সময় ছোট মাছগুলো শিকার করে থাকে। মাছরাঙ্গা পাখি দেখতে অনেক সুন্দর। এই পাখিগুলো মাঝারি সাইজের হয়ে থাকে। মাছরাঙ্গা পাখি সশস্ত্র দেখতে পাওয়া যায় নদীর ধারে বা পুকুরের পাশাপাশি। মাছ খেয়ে জীবন ধারন করে থাকে তাই হয়তো এদের নাম মাছরাঙ্গা দেওয়া হয়েছে। এই পাখিগুলো ঠোঁট আকার একটু বড় হয়ে থাকে এরা মাছ শিকার করে পুকুর থেকে। এর মাস স্বীকারের পদ্ধতি অনেক ভালো। মাছরাঙ্গা পাখি গুলো দেখতে খুবই সুন্দর হয়। এরা ভালো উড়তে পারে। মাছরাঙ্গা পাখি আসলে খাওয়া যায় না। এই পাখি কেউ খায় না। তাই এই পাখির সংখ্যা অনেক। অনেক পাখি আছে যে পাখিগুলো খাওয়া যায়। সে পাখি গুলো তাড়াতাড়ি বিলুপ্তের মুখে চলে যায়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.24
JST 0.037
BTC 99724.81
ETH 3107.54
SBD 3.66