শক্তি দাও মোরে প্রভু চলিতে সে পথে
ইয়া প্রভু দয়াময় তুমি রহমান
তোমার করুণা যাচি হে প্রিয় মহান
দয়া কর মোরে স্বামী করুণা কর হে,
পুর্ণতা ও কামিয়াব রয়েছে যে পথে
আমি যেন সেই পথে চলি অকাতরে ।
source
বিচর দিনের তুমি মালিক হে প্রভু
এ প্রাণ তোমার দান ফেলোনা গো কভু
রাখিও তোমার পায়ে এতটুকু ঠাঁই
দেখাও মোর ঐ পথ যে পথে পূণ্যরা
সহজ সরল চলে চলে না পাপীরা
ঐ পথের দেন প্রভু আমি সদা পাই ।